Image

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে, ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। সাগরিকার যে পিচে লঙ্কান ব্যাটাররা যেমন সহায়তা পেয়েছে, বাংলাদেশের বেলায় যেন বুমেরাং। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন সব শটেই বিধ্বস্ত বাংলাদেশ। আগের দিন শেষ বিকালে গেল ১ উইকেট, আজ প্রথম দুই সেশনে হারায় বাকি ৯ উইকেট। শ্রীলঙ্কার ৫৩২ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৭৮ করতেই। টানা তিন ইনিংসে ২০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড  টাইগারদের। 

ফের ব্যাটিং ধসে বিপর্যস্ত স্বাগতিকরা, আছে ফলোঅনের শঙ্কায়। লাঞ্চের আগে তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের ইনিংস লাঞ্চের পর আরও নড়বড়ে। এবার হারায় সবচেয়ে বেশি ৬ উইকেট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অলআউট হয়েছে বাংলাদেশ, কেবল ১৭৮ করতেই। জাকির হাসানের ফিফটির পর আজও একা লড়াই করে গেছেন মুমিনুল হক, সাজঘরে ফেরার আগে খেলেন ৩৩ রানের ইনিংস। 

ইনিংস টেনে নেওয়ার ইঙ্গিত দিয়ে লাঞ্চ ব্রেকে যাওয়া সাকিব আল হাসান ফিরে এসেই হারিয়ে বসেন উইকেট। সাদা পোশাকে ব্যাট হাতে স্বস্তির প্রত্যাবর্তন হয়নি সাকিবের। আসিথার বলে লেগ বিফোরে উইকেট হারানোর আগে সাকিবের ব্যাট থেকে আসে ১৫ রান। রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে উইকেট বাঁচানোর চেষ্টা করেন সাকিব, বল লেগ স্টাম্পে হিট করলেও আম্পায়ার্স কলের কারণে সাকিবকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। 

লিটন দাস সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাক হয়ে অনেক সমালোচনা কুড়িয়েছেন। ফিরে আসার লড়াইয়েও লিটন হয়েছেন ব্যর্থ। দ্বিতীয় বলে কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলা লিটন পরের ডেলিভারিতেই ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে হন ক্যাচ। আসিথা ফার্নান্দোর রাইজিং ডেলিভারিতে খোঁচা মেরে ৩ বল খেলা লিটন সাজঘরে ফেরত যান ৪ রানে। 

১৩০ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ তখনও আশা দেখছে মুমিনুল হক আর শাহাদাত দিপুর ব্যাটে। কিন্তু দিপুও যে ব্যর্থতার বৃত্তেই বন্দী। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। কিন্তু বেশ কয়েকটি বল খেলেও দিপু লাহিরু কুমারার পেস আর মুভমেন্টে পরাস্ত। স্লিপে ক্যাচ দিয়ে ফেরা দিপুর নামের পাশে তখন ৩৬ বলে ৮ রান। 

মেহেদী হাসান মিরাজ এদিন ক্রিজে এসে হাঁসফাঁস করছিলেন। রান বের করতে কষ্ট হচ্ছিল মিরাজের। এরমাঝেই জীবন পেয়ে যান সাদিরা সামারাবিক্রমার কল্যাণে। সুযোগ পেয়েও মিরাজ ইনিংস টানতে পারেননি, ব্যক্তিগত ৭ রানে নিয়েছেন বিদায়। প্রবাথ জয়াসুরিয়ার লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আঙুল উঁচিয়ে আউট দিলেও রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন মিরাজ, কিন্তু চ্যালেঞ্জ কাজে আসেনি। 

এদিন ৬৬ বলে ২৫ রান করেই মুমিনুল হক ছুঁয়েছেন টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক। মুশফিকুর রহিম, তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের পর মুমিনুল চতুর্থ বাংলাদেশী ব্যাটসম্যান হিসাবে সাদা পোশাকে এই মাইলফলকের মালিক হলেন। কিন্তু মুমিনুল হকও ফিরেছেন চা বিরতির আগেই। ৩৩ রানে থাকা মুমিনুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন আসিথা। 

Details Bottom