Image

অ্যান্ডারসনের মঞ্চ নিজের করে নিলেন গাস আটকিনসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অ্যান্ডারসনের মঞ্চ নিজের করে নিলেন গাস আটকিনসন

অ্যান্ডারসনের মঞ্চ নিজের করে নিলেন গাস আটকিনসন

অ্যান্ডারসনের মঞ্চ নিজের করে নিলেন গাস আটকিনসন

লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১ম টেস্ট ইংল্যান্ডের গাস আটকিনসন ও জেমি স্মিথের জন্য প্রথম। আবার এই টেস্টই জেমস অ্যান্ডারসনের জন্য শেষ। অ্যান্ডারসন শেষ টেস্টের শুরুটা নিজের করে নিতে না পারলেও অভিষেক টেস্টের শুরুতেই জাত চিনিয়েছেন গাস আটকিনসন। 

১০ জুলাই অভিষেক টেস্ট ইনিংসেই ৭ উইকেট নিয়েছেন আটকিনসন। জেমস অ্যান্ডারসনের মত ১ টি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও বেন স্টোকসও। আর তাতে করে টসে হেরে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংসে অলআউট হয়েছে ৪১.৪ ওভারে, স্কোরবোর্ডে জমা করেছে কেবল ১২১ রান। 

ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১ম দিন শেষ করেছে ৩ উইকেটে ১৮৯ রান তুলে। ৭ উইকেট হাতে রেখে ১ম দিন শেষেই স্বাগতিকদের লিগ ৬৮ রানের। 

আগে ব্যাট করতে নেমে একেবারেই সুবিধা করে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আটকিনসনের বলে ক্রেইগ ব্র্যাথওয়েটের (৬) বোল্ড হওয়া দিয়ে শুরু। কোন ব্যাটারই ৩০ স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২৭ রান আসে ওপেনার মিকাইল লুইসের ব্যাট থেকে। এছাড়া ২০ পার করেন আলিক অ্যাথানেজ (২৩) ও কাভেম হজ (২৪)। 

অভিষেক টেস্ট রাঙাতে ১২ ওভার বল করে ৫ মেডেন দেওয়া আটকিনসন নেন ৭ উইকেট। টেস্ট ক্যারিয়ারের পেনাল্টিমেট ইনিংসে ১০.৪ ওভার বল করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। 

ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩ রান করে আউট হন বেন ডাকেট। তবে এরপর ৯৪ রানের জুটি গড়েন জ্যাক ক্রাউলি ও ওলি পোপ। এই জুটিতেই লিড নিশ্চিত করে ইংল্যান্ড। পোপ ৫৭ ও ক্রাউলি ৭৬ রান করে আউট হন। 

১৫ রানে অপরাজিত থাকা জো রুট ও ২৫ রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক ২য় দিন শুরু করবেন, ৬৮ রানে এগিয়ে থেকে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three