Image

বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাট করবে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাট করবে ভারত

বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাট করবে ভারত

বিশ্বকাপ ফাইনালে আগে ব্যাট করবে ভারত

১৭ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে। আজ শনিবার বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আজ প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর কেটে গিয়েছে ১৭ বছর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি। বিপরীতে, ১৯৭৫ থেকে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে আজকের আগে এই দুই প্রতিযোগিতার ফাইনালেই উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা জিতলে এটি হবে তাদের সব ফরম্যাট মিলিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জয়। 

এবার সব ছাপিয়ে বিশ্বকাপের মঞ্চ থেকে আর খালি হাতে ফিরতে রাজি নয় জ্যাক ক্যালিসদের উত্তরসুরিরা। এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা দারুণ পারফর্ম করেছে। একটি ম্যাচও হারেনি এইডেন মার্করামের দল। ভারতের অবস্থাও একই। তবে ট্রফি কার হাতে উঠবে, তা বোঝা যাবে কয়েক ঘন্টার লড়াইয়ের মধ্যে। কিন্তু সমর্থকদের প্রার্থনা একটাই, ম্যাচ যেন একপেশে না হয়। উপভোগ্য লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মোট ৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে চারবার এবং প্রোটিয়ারা জিতেছে দুইবার। এই আসরে দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। দক্ষিণ আফ্রিকা দল চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে। এবং গত কয়েক ম্যাচ থেকে প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন করেনি তারা। 

ভারতের একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), সুরিয়াকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং ও জাসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার একাদশ-

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনিড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া ও তাব্রাইজ শামসি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three