'জেসন গিলেস্পি কিছুটা গম্ভীরের মতো'- রিকি পন্টিং
- 1
বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
- 2
অবশেষে শেষ হল নিষেধাজ্ঞা, আবার ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর
- 3
আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট
- 4
অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
- 5
দ্য হান্ড্রেডে চোখ কপালে ওঠার মত বিনিয়োগ! ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আসছে ইসিবিতে

'জেসন গিলেস্পি কিছুটা গম্ভীরের মতো'- রিকি পন্টিং
'জেসন গিলেস্পি কিছুটা গম্ভীরের মতো'- রিকি পন্টিং
পাকিস্তান টেস্ট দলের কোচ হিসেবে জেসন গিলেস্পির নিয়োগকে সমর্থন করেছেন রিকি পন্টিং। পাকিস্তানের লাল বলের হেড কোচ হিসেবে গিলেস্পির প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে। 'জেসন গিলেস্পি কিছুটা গম্ভীরের মতো'- পাকিস্তানের লাল বলের কোচ হিসেবে জেসন গিলেস্পির নিয়োগ নিয়ে রিকি পন্টিং।
পাকিস্তান ক্রিকেট দলের লাল বলের কোচ হিসেবে জেসন গিলেস্পির নিয়োগে আস্থা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। গিলেস্পিকে গৌতম গম্ভীরের সাথে তুলনা করেছেন, গত কয়েক বছরে বিভিন্ন দলে তার শক্তিশালী কোচিং রেকর্ড উল্লেখ করেছেন।
পন্টিং জানিয়েছেন, প্রাক্তন সতীর্থরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গিলেস্পির প্রতি সমর্থন দেখিয়েছেন। 'আমরা বছরের পর বছর ধরে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়েছি, আমরা সবাই একসাথে খেলেছি। তাই সবাই তাকে (গিলেস্পি) অভিনন্দন জানিয়েছে এবং সেই ভূমিকায় তার সৌভাগ্য কামনা করেছে।'
পাকিস্তানের লাল বলের প্রধান কোচ হিসেবে গিলেস্পির প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ, ২১শে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে।