Image

আইপিএলে ৪ ক্রিকেটারকে রিটেইন করল দিল্লি ক্যাপিটালস, নেই রিশাব পান্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে ৪ ক্রিকেটারকে রিটেইন করল দিল্লি ক্যাপিটালস, নেই রিশাব পান্ট

আইপিএলে ৪ ক্রিকেটারকে রিটেইন করল দিল্লি ক্যাপিটালস, নেই রিশাব পান্ট

আইপিএলে ৪ ক্রিকেটারকে রিটেইন করল দিল্লি ক্যাপিটালস, নেই রিশাব পান্ট

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ শিরোপার খুব কাছাকাছি গেলেও এখন অব্দি শিরোপা জয়ের স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস। প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ২০২৫ আইপিএলের জন্য ঘর গোছানো শুরু দলটির। গেল আসরে খেলা ৪ ক্রিকেটারকে রিটেইন করেছে তাঁরা।

দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার রিশাব পান্টকে রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। বরং আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, অভিষেক পোরেলদের সাথে ওভারসিজ ক্রিকেটার ট্রিস্টান স্টাবসকে রিটেইন করেছে তাঁরা।

সর্বোচ্চ ১৬.৫ কোটি ভারতীয় রুপি খরচ করে আক্সার প্যাটেলকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। কুলদ্বীপ যাদবকে রিটেইন করেছে ১৩.২৫ কোটি রুপিতে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ট্রিস্টান স্টাবসকে দলে ধরে রাখতে খরচ হয়েছে ১০ কোটি রুপি। অভিষেক পোরেলকে নিতে লেগেছে কেবল ৪ কোটি রুপি।

রিটেনশনে ৪৭.৭৫ কোটি রুপি খরচ করা দিল্লি ক্যাপিটালসের পার্সে অবশিষ্ট আছে ৭৩ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ২ টি।

গেলবার দিল্লি ক্যাপিটালস শিবিরে থাকা রিশাব পান্ট, ডেভিড ওয়ার্নার, আনরিখ নরকিয়াদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি দিল্লি ক্যাপিটালস।

আইপিএল ২০২৫ নিলামে রিশাব পান্টকে নতুন করে না কিনলে নতুন অধিনায়ক খুঁজত হবে দিল্লিকে।

 

দিল্লি ক্যাপিটালসের রিটেইন করা ক্রিকেটার-

আক্সার প্যাটেল (১৬.৫০ কোটি), কুলদ্বীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোরেল (৪ কোটি)।

Details Bottom