Image

বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার

বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার

বিসিবিতে নয়া দায়িত্বে হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের নাম হাবিবুল বাশার সুমন। সর্বোচ্চ পর্যায়ে দীর্ঘদিন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন, পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অধীনে কাজ করেছেন নির্বাচক হিসাবে।

বিসিবির সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন চেয়ার হারান। সেই দুই চেয়ারে বসেন গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার। দায়িত্বে রয়ে যান অপর সদস্য আব্দুর রাজ্জাক। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানিয়েছিলেন নান্নু ও বাশারকে কোন দায়িত্বে রেখে দেবার কথা।

হাবিবুল বাশার পেয়েছেন নয়া দায়িত্ব। বিসিবি উইমেন্স উইং এর প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি।

আজ তাঁকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three