Image

ভারতে চারদিনেও হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের টস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতে চারদিনেও হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের টস

ভারতে চারদিনেও হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের টস

ভারতে চারদিনেও হয়নি আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের টস

আফগানিস্তান–নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিন আজ। দুই দলের জন্য অবশ্য নেই কোনো সুখবর। আগের তিন দিনের মতো ৪র্থ দিনটিও পরিত্যক্ত হয়েছে। ম্যাচ শুরু হওয়া তো অনেক দূর, বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে এখনও টসই করা যায়নি।

অবিরাম বৃষ্টি গ্রেটার নয়ডা টেস্টের ৪র্থ দিনও পরিত্যক্ত করতে বাধ্য করেছে। আউটফিল্ডের বেশিরভাগ অংশই কভারের নিচে। আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের চার দিন শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত হয়নি টস। দুই দলের কোনো খেলোয়াড় আজও ভেন্যুতে আসেনি। 

অবিরাম বৃষ্টিতে মাঠ যেন রূপ নেয় জলাশয়ে। হঠাৎ দেখে বোঝার উপায় নেই; এটি খেলার মাঠ নাকি জলাশয়। পানির নিচে তলিয়ে রয়েছে পুরো আউটফিল্ড। এই টেস্টে তাই ফলাফলের সম্ভাবনা ক্ষীণ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শেষ দিনে খেলা হবে কি হবে না তা শুক্রবার সকাল ৮টায় ঠিক করা হবে।

আফগানিস্তান স্কোয়াড:হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখিল (উইকেটকিপার), শহীদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটকিপার), আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামস উর রহমান, কায়েস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ ও খলিল আহমেদ। 

নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম (সহ-অধিনায়ক), ড্যারিল মিচেল, উইলিয়াম ও'রোর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার , বেন সিয়ার্স, কেন উইলিয়ামসন, উইল ইয়াং। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three