Image

'নাদিমের অলিম্পিকে স্বর্ণপদক জয় বাবর আজমের অর্জনকে ছাড়িয়ে গেছে'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'নাদিমের অলিম্পিকে স্বর্ণপদক জয় বাবর আজমের অর্জনকে ছাড়িয়ে গেছে'

'নাদিমের অলিম্পিকে স্বর্ণপদক জয় বাবর আজমের অর্জনকে ছাড়িয়ে গেছে'

'নাদিমের অলিম্পিকে স্বর্ণপদক জয় বাবর আজমের অর্জনকে ছাড়িয়ে গেছে'

চলতি অলিম্পিকে পাকিস্তানের হয়ে স্বর্নপদক লাভ করেছেন আরশাদ নাদিম। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তাই দাবি করছেন আরশাদ নাদিমের অলিম্পিকে স্বর্ণপদক জয় পাকিস্তান ক্রিকেট অধিনায়ক বাবর আজমের অর্জনকে ছাড়িয়ে গেছে।
 
পাকিস্তানে বাবর আজম ও আরশাদ নাদিম উভয়ই জনপ্রিয়  ব্যক্তিত্ব। কিন্তু বাসিতের মতে, নাদিমের একক বিজয় আরও উল্লেখযোগ্য অর্জন হিসেবে দাঁড়িয়েছে।

আরশাদ নাদিম ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো জিতে অ্যাথলেটিক্সে পাকিস্তানের প্রথম অলিম্পিক স্বর্ণপদক অর্জন করে ইতিহাস তৈরি করেছেন। তার জয়, বিশেষ করে ভারতের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার বিপক্ষে একজন জাতীয় নায়ক হিসেবে তার মর্যাদাকে আরও শক্তিশালী করেছে। এবং বাসিত মনে করছেন পুরো পাকিস্তানের ক্রিকেট দলের সাফল্যকেও ছাড়িয়ে গেছে নাদিমের এই অর্জন।

বাবর আজম এবং আরশদ নাদিম এই দুই ক্রীড়া ব্যাক্তিত্বকে তুলনা করতে বলা হলে  বাসিত আলী বেছে নেন নাদিমকে। কারণ হিসাবে তার মতে বাবর আজম  দলগত খেলায় সফল অন্যদিকে অলিম্পিক সোনা জেতার ক্ষেত্রে নাদিমের ব্যক্তিগত প্রচেষ্টা আরও বেশি সফল্য বহন করে। তিনি আরো উল্লেখ করেন  ক্রিকেট একটি দলীয় খেলা যেখানে সব খেলোয়াড়ের সম্মিলিত পারফরম্যান্সের উপর সফলতা নির্ভর করে। অন্যদিকে  নাদিম শুধুমাত্র  ব্যক্তিগত উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অলিম্পিক স্বর্ন জয় করেছে।

বাসিত আলী বলেন, “ক্রিকেট একটি ভিন্ন খেলা। তবে আরশাদ নাদিম এদেশের জন্য যে কাজ করেছেন তা বাবর আজমের জন্য অনেক বছর লেগে যাবে। কারণ বাবর দলগত খেলা খেলে। তিনি ব্যক্তিগত খেলা খেলেন না। আরশাদ এককভাবে খেলেন। তিনি একাই স্বর্ণপদক পেয়েছেন।”

তিনি আরো বলেন, “পাকিস্তান ক্রিকেট দল যদি ২০২৮ সালের অলিম্পিকে যায় এবং সেখানে একটি স্বর্ণপদক জিতে, তাহলে আমরা তুলনা করতে পারি। তবে এই সময়ে আরশাদ নাদিমের সঙ্গে বাবরের কোনো তুলনা হয় না। আরশাদ এই সময়ে নায়ক।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three