না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক
-
1
হোপ,গ্রিভসের প্রতিরোধে টেস্ট পঞ্চম দিনে টেনে নিল ওয়েস্ট ইন্ডিজ
-
2
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ
-
3
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের
-
4
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ
-
5
ক্রিকেট৯৭ কে দেয়া একান্ত সাক্ষাৎকারে যা জানালেন মোহাম্মদ আশরাফুল
না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক
না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক আইনুল ইসলাম তিয়াস। তাঁর মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
মৃ'ত্যুকালে আইনুল ইসলাম তিয়াসের বয়স হয়েছিল ৫৭ বছর। ২১ এপ্রিল, ২০২৪ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
খেলোয়াড়ি জীবনে আইনুল ইসলাম তিয়াস খেলেছেন পেস বোলার হিসাবে। ঢাকা লিগ ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আজাদ বয়েজ, লালমাটিয়া, কলাবাগানের মত ক্লাবকে।
এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিসিবির টিকিট ও সিটিং কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি ঢাকা প্রিমিয়ার ভিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর সাবেক কো অর্ডিনেটর ছিলেন। খেলোয়াড় ও সফল ক্রীড়া সংগঠক হিসাবে তাঁর সুনাম ছিল বেশ।
