বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়, শান্তদের ডাকছে বড় পরাজয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়, শান্তদের ডাকছে বড় পরাজয়

বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়, শান্তদের ডাকছে বড় পরাজয়

বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়, শান্তদের ডাকছে বড় পরাজয়

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক। ৩৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে।

এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৪৬৪ রান, হাতে বাকি পাঁচ উইকেট। ৭ রানে অপরাজিত আছেন মুমিনুল, নাইটওয়াচম্যান তাইজুল কাল ব্যাটিংয়ে নামবেন ৬ রান নিয়ে।

সিলেট টেস্টে জয়ের জন্য বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কোনো রান নামের পাশে লেখার আগেই মাহমুদুল হাসান জয় লেগ বিফোরে হারান উইকেট, রিভিউ চ্যালেঞ্জ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি জয়। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া বিশ্ব ফার্নান্দো দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ বলের বেশি খেলতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা কাসুন রাজিথা শেষ ডেলিভারিতে স্লিপে ক্যাচ বানিয়ে বিদায় করেন বাংলাদেশ অধিনায়ককে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে শান্ত প্রথম স্লিপে হয়েছেন সহজ ক্যাচ।

এরপর ওপেনার জাকির হাসানের সঙ্গী হন মুমিনুল হক। এই দুইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তবে দলীয় ৩৬ রানে জাকির প্যাভিলিয়নে ফিরলে ভাঙে জুটি। লাহিরু কুমারাও নিজের প্রথম ওভারে পেয়েছেন উইকেটের দেখা। প্রথম ইনিংসে ৯ করা জাকির এই ইনিংসে অবশ্য করেছেন ১৯ রান।

দুর্দান্ত বিশ্ব ফার্নান্দো ইনিংসের নবম ওভার করতে এসে পেয়েছেন জোড়া উইকেট। শাহাদাত হোসেন দিপু ৩ বল খেলে শূন্য হাতে ফিরলেও লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। দিপু প্রথম দুই বলেও হয়েছিলেন এজ, তাকে দেখে মনে হচ্ছিল প্রতি বলেই উইকেট হারাচ্ছেন। লিটন দাস এসে প্রথম বলেই হাঁকাতে চেয়েছিলেন বাউন্ডারি, কিন্তু টপ এজ হয়ে ৩০ গজের মধ্যেই ক্যাচ হন অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে।

৩৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে। ৭ রানে থাকা মুমিনুল হকের সাথে ৬ রান নিয়ে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম।