Image

আইসিসির জুন মাসের সেরা জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্দানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির জুন মাসের সেরা জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্দানা

আইসিসির জুন মাসের সেরা জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্দানা

আইসিসির জুন মাসের সেরা জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্দানা

২০২৪ সালের জুনে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ, সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। এবং জুন মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দেশের স্মৃতি মান্দানা। এই অর্জন দুজনের জন্যই প্রথমবার।

মঙ্গলবার জুন মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি(ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। আর এবারই প্রথম একই মাসে পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দেশের ক্রিকেটার।

গত মাসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় অবদান রাখেন জাসপ্রীত বুমরাহ। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে বল করে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। বিশ্বকাপে তার ইকোনোমি ছিলো মাত্র ৪.১৭ এবং ম্যাচপ্রতি গড়ে রান দিয়েছেন মাত্র ৮.২৬। একারণেই টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে বুমরাহর হাতে। 

বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর এটা অনুমিতই ছিলো গতমাসের সেরা খেলোয়াড় হবেন তিনি। জুনের সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার লড়াইয়ে বুমরাহ হারিয়েছেন সতীর্থ রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে। 

অন্যদিকে জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্দানা। । তিন ম্যাচের দুটিতেই করেন সেঞ্চুরি এবং একটিতে হাফ সেঞ্চুরি। সেই ৩ ইনিংসে তার রান ছিলো ১১৭ ও ১৩৬ ও ৯০। তাছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে ১৪৯ রানের চমৎকার ইনিংস ও খেলেন স্মৃতি। তাই ইংল্যান্ডের মায়া বুশিয়ে ও শ্রীলঙ্কার ভিশ্মি গুনারাত্নেকে টপকে মাস সেরার পুরস্কার উঠেছে তার হাতে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three