Image

অবশেষে বিশ্বকাপে লামিচানে, খেলবেন বাংলাদেশ ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে বিশ্বকাপে লামিচানে, খেলবেন বাংলাদেশ ম্যাচ

অবশেষে বিশ্বকাপে লামিচানে, খেলবেন বাংলাদেশ ম্যাচ

অবশেষে বিশ্বকাপে লামিচানে, খেলবেন বাংলাদেশ ম্যাচ

অবশেষে নেপাল ক্রিকেটে স্বস্তির খবর। তৃতীয় বারের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন সন্দ্বীপ লামিচানে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের শেষ দুই গ্রুপ ম্যাচে খেলবেন স্পিন উইজার্ড লামিচানে। 

নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানের করা ইউএসএ ভিসার আবেদন প্রথম দুই বার প্রত্যাখ্যান করে নেপালের মার্কিন দূতাবাস। যার ফলে তিনি দলের সাথে এবং টুর্নামেন্টের শুরুর দিকে নেপালেই থেকে যান। প্রথমবার প্রত্যাখ্যান করা হলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (ক্যান) বিষয়টি নিয়ে কাজ করে, তবে ফলাফল একই হয়েছে।

শেষ পর্যন্ত লামিচানের মুখে হাসি, উড়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ম্যাচের জন্য তিনি এখন নেপাল স্কোয়াডের সাথে ওয়েস্ট ইন্ডিজে। 

লামিচানে স্কোয়াডে আসায় জায়গা ছাড়তে হয়েছে প্রতিশ জিসিকে। প্রতিশ নেপাল দলের সাথে ভ্রমণ রিজার্ভ হিসাবে বিশ্বকাপ মিশনে থাকবেন।

নেপাল নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে ৬ উইকেটে। ১২ জুন তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই ম্যাচে ডাগআউটে থাকলেও লামিচানে খেলতে নামবেন ১৫ জুন দক্ষিণ আফ্রিকা ও ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে। 

লামিচানেকে গেল জানুয়ারিতে কাঠমান্ডু জেলা আদালত ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করেছিল এবং আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। পরে নেপাল হাইকোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং তার বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ থেকে মুক্ত পান। আর এসব ইস্যু ধরেই মার্কিন দূতাবাস লামিচানের ভিসা আটকে দেয়। 

Details Bottom