পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি কারস্টেন
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
3
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
4
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি কারস্টেন
পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়লেন গ্যারি কারস্টেন
অস্ট্রেলিয়া সফরের আগে বড় দুঃসংবাদ পেলো পাকিস্তান ক্রিকেট দল। ৬ মাস না পেরোতেই পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্যারি কারস্টেন। দুই বছরের চুক্তিতে তিনি নিয়োগ পেয়েছিলেন গত এপ্রিলে। অস্ট্রেলিয়া সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন লাল বলের কোচ গেসন গিলেস্পি।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইড ইএসপিএনক্রিকইনফোর মতে, নতুন দল এবং অধিনায়ক ঘোষণার ক্ষেত্রে কারস্টেন তার মতামত দিতে চেয়েছিলেন। কিন্তু তার মতামত নেয়া হয়নি। অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
মূলত কোচদের সিলেকশন ক্ষমতা বাতিল করায় অসন্তোষ ছিল কারস্টেন ও জেসন গিলেস্পির মধ্যে। এখন দল নির্বাচন ক্ষমতা শুধু নির্বাচক কমিটির হাতে। গিলেস্পি কিছুদিন আগে এই নিয়ে বলেছিলেন এখন তিনি কেবল ‘ম্যাচ-ডে বিশ্লেষক’ এবং ‘এর জন্য তিনি চুক্তিবদ্ধ হননি।’
কারস্টেন অবশ্য জনসম্মুখে কোনও মন্তব্য করেননি। সরাসরি পদত্যাগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন এই ব্যাপারে তিনি খুশি নন।
অস্ট্রেলিয়া সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে পাকিস্তান। মেলবোর্নে ৪ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ।
