বিপিএলের আগমুহূর্তে নোয়াখালীর ধাক্কা, খেলছেন না কুশল মেন্ডিস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
বিপিএলের আগমুহূর্তে নোয়াখালীর ধাক্কা, খেলছেন না কুশল মেন্ডিস
বিপিএলের আগমুহূর্তে নোয়াখালীর ধাক্কা, খেলছেন না কুশল মেন্ডিস
বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী উত্তেজনার ঠিক আগমুহূর্তে বড় দুশ্চিন্তার খবর এলো নোয়াখালী এক্সপ্রেস শিবিরে। টুর্নামেন্ট শুরুর আগে দলটি হারাল তাদের সবচেয়ে আলোচিত বিদেশি মুখ কুশল মেন্ডিসকে।
স্বাস্থ্যগত কারণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার এই উইকেটকিপার ব্যাটার। একই জটিলতার কারণে চলমান আইএল টি-টোয়েন্টিতেও তার খেলা বন্ধ হয়ে গেছে। জানা গেছে, গত সপ্তাহে দুবাইয়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় মেন্ডিসকে। পরীক্ষায় তার মূত্রথলিতে পাথর ধরা পড়লে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার সফল হলেও আপাতত তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে কবে নাগাদ তিনি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই। এই অনিশ্চয়তার কারণেই আইএল টি-টোয়েন্টির পাশাপাশি বিপিএলেও অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।
এর আগে গত ১০ ডিসেম্বর আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন মেন্ডিস। তবে টুর্নামেন্ট চলাকালীন শারীরিক সমস্যার তীব্রতা বাড়লে তাকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় নেওয়া হয়।
আইপিএল, পিএসএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা এই অভিজ্ঞ ব্যাটারকে না পাওয়া নোয়াখালীর জন্য বড় ধরনের ক্ষতি বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন, অল্প সময়ের মধ্যে তার বিকল্প হিসেবে কাকে দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিটি। কারণ খুব বেশি সময় হাতে নেই আগামী শুক্রবার উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বিপিএল যাত্রা শুরু করবে নোয়াখালী এক্সপ্রেস।
