অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে-
1
বিগ ব্যাশে রিশাদের নিয়ন্ত্রণে জয়ের ছক, শীর্ষে হোবার্ট
-
2
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
-
3
চার বলের ঝড়ে ম্যাচ ঘুরালেন মোস্তাফিজ, গালফকে উড়িয়ে বড় জয় দুবাইয়ের
-
4
অভিজ্ঞতার ঝলক, সংখ্যার মাইলফলক, আইএল টি-টোয়েন্টিতে আবার আলোয় সাকিব
-
5
৩২৩ রানে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ, ২-০ সিরিজ জয় নিউজিল্যান্ডের
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে। চোটের কারণে লায়নের অস্ত্রোপচার প্রয়োজন হবে, ফলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের জন্য ১৫ সদস্যের দলে কভার হিসেবে ডাকা হয়েছে পেসার ঝাই রিচার্ডসন ও স্পিনার টড মারফিকে। ইতোমধ্যে পার্থ ও ব্রিসবেনে আট উইকেটের জয় এবং অ্যাডিলেডে ৮২ রানের জয়ে অ্যাশেজের মর্যাদাপূর্ণ অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, কামিন্স আর সিরিজে খেলবেন না। অ্যাডিলেড টেস্টে ছয় উইকেট নিয়ে দলকে জেতানোর পরও তাকে বিশ্রামে রাখা হচ্ছে, যেন ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে পারেন তিনি।
অন্যদিকে, ৩৮ বছর বয়সী নাথান লায়ন অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। ম্যাচে নিজের ৫৬৪তম টেস্ট উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে সর্বকালের তালিকায় ষষ্ঠ স্থানে ওঠেন তিনি। তবে সেই ম্যাচেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।
কামিন্সের অনুপস্থিতিতে মেলবোর্ন টেস্টে আবারও দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ভার্টিগো সমস্যার কারণে অ্যাডিলেড টেস্ট খেলতে পারেননি তিনি। তার ফেরা মানে একাদশে অন্তত তিনটি পরিবর্তন আসতে পারে। টড মারফি, লায়নের জায়গায় প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট খেলার সুযোগ পেতে
পারেন।
পেস আক্রমণে স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্কের থাকা প্রায় নিশ্চিত। চার বছর পর টেস্ট দলে ফেরা ঝাই রিচার্ডসনও একাদশে ঢোকার লড়াইয়ে আছেন। সিরিজে এখন পর্যন্ত ২২ উইকেট নেওয়া মিচেল স্টার্কের প্রশংসা করে ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টার্ক দুর্দান্ত অবস্থায় আছে। প্রায় ১০০ ওভার বল করেও সে ফিট রয়েছে।’
অস্ট্রেলিয়া স্কোয়াড:
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, টড মারফি, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।
