জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে আনক্যাপড তামিম, ফিরলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে আনক্যাপড তামিম, ফিরলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে আনক্যাপড তামিম, ফিরলেন সাইফউদ্দিন
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
১৫ সদস্যের স্কোয়াডে একমাত্র আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন তানজিদ হাসান তামিম। ১৮ মাস পর জাতীয় দলে বিবেচিত হলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন এমন ক্রিকেটারের মধ্যে এই স্কোয়াডে নেই সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। ইনজুরির কারণে সৌম্য সরকার চট্টগ্রাম পর্বের ৩ ম্যাচের স্কোয়াডে নেই। সাকিব আল হাসান খেলবেন ডিপিএল সুপার লিগের ম্যাচ, আইপিএল থেকে ফিরে বিশ্রাম পাবেন মুস্তাফিজুর রহমান।
সাকিব ও সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। মুস্তাফিজকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন বা তানজিম হাসান সাকিব।
প্রথম ৩ ম্যাচের স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফউদ্দিন।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (২৮ এপ্রিল) বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজের ২য় ও ৩য় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে।
১০ মে ৪র্থ টি-টোয়েন্টি ও ১২ মে ৫ম টি-টোয়েন্টি মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড-
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদান্ডে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।