Image

এক মাস যেতে না যেতেই ক্রিকেট কেনিয়ার হেড কোচের চাকরি হারালেন ডোড্ডা গনেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এক মাস যেতে না যেতেই ক্রিকেট কেনিয়ার হেড কোচের চাকরি হারালেন ডোড্ডা গনেশ

এক মাস যেতে না যেতেই ক্রিকেট কেনিয়ার হেড কোচের চাকরি হারালেন ডোড্ডা গনেশ

এক মাস যেতে না যেতেই ক্রিকেট কেনিয়ার হেড কোচের চাকরি হারালেন ডোড্ডা গনেশ

কেনিয়া জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে সাবেক ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গনেশকে। এবছরের ১৪ ই আগস্ট তিনি কেনিয়ার প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। মাত্র ১ মাস যেতে না যেতেই অপ্রত্যাশিতভাবে বরখাস্ত হলেন গনেশ।

ডোড্ডা গণেশের চুক্তি শেষ করার কারণ হিসাবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কথা উল্লেখ করেছে ক্রিকেট কেনিয়া। ৭ আগস্টে  স্বাক্ষরিত চুক্তিটিকে অবৈধ বলে মনে করেছে তারা।

ক্রিকেট কেনিয়ার নারী ক্রিকেটের পরিচালক পার্লিন ওমামির একটি বিবৃতিতে গণেশের বরখাস্তের কারণ ব্যাখ্যা করা হয়েছে। এটিতে লেখা ছিল, "ক্রিকেট কেনিয়ার নির্বাহী বোর্ডের একটি রেজোলিউশনের অধীনে, ২৮ শে আগস্ট ২০২৪, বুধবার পাস করা হয়েছে এবং ক্রিকেট কেনিয়ার সংবিধানের ৫.৯ এবং ৮.৪.৩ অনুচ্ছেদের মধ্যে এনকার করা হয়েছে। আমরা আপনাকে জানাতে চাই যে নির্বাহী বোর্ড এটি প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ না করার কারণে কেনিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আপনার নিয়োগ বাতিল করা হলো।"

কেনিয়ার এমন আকস্মিক সিদ্ধান্তের অর্থ হল লামেক ওনিয়াঙ্গো এবং জোসেফ আঙ্গারা সেপ্টেম্বরে আসন্ন চ্যালেঞ্জ লীগের কোচিংয়ের দায়িত্ব গ্রহণ করবেন। গণেশের  মূলত এই মাসে আইসিসি ডিভিশন ২ চ্যালেঞ্জ লীগে কেনিয়ার নেতৃত্ব দেওয়ার কথা ছিলো। যেখানে কেনিয়া পাপুয়া নিউ গিনি, কাতার, ডেনমার্ক এবং জার্সির মুখোমুখি হবে, তারপর ছিলো অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three