Image

আবারও সাকিবের সমালোচনায় মাতলেন বীরেন্দর শেবাগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও সাকিবের সমালোচনায় মাতলেন বীরেন্দর শেবাগ

আবারও সাকিবের সমালোচনায় মাতলেন বীরেন্দর শেবাগ

আবারও সাকিবের সমালোচনায় মাতলেন বীরেন্দর শেবাগ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের সমালোচনা করে নিজেই চরম সমালোচিত হয়েছিলেন বীরেন্দর শেবাগ। তবে ভারতের বিপক্ষে হারের পর আবারো সাকিবের সমালোচনায় মেতেছেন ভারতের সাবেক এই ওপেনার।

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দৃষ্টিকটু ভাবে আউট হয়েছিলেন সাকিব। নিজের বোলিংয়ের ওভার ও পুরো করেননি। তাই নিয়ে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে শেবাগ বলেছিলেন লজ্জিত হয়ে সাকিবের উচিত ছিল আরও আগেই অবসর নেওয়া। 

সুপার এইটে ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সাবেক এই ক্রিকেটার আবারও বললেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া। 

ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ আরও জানান, সাকিব কোনো কিছুর পরোয়া করেন কিনা, তা নিয়ে দ্বিধা আছে তার। ভারতের বিপক্ষে  ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেন,

'আমি এটাই বলতে যাচ্ছি। আপনার সাথে যখন একজন ব্যাটসম্যান আছে, তাকে সঙ্গ দিন, থাকেন উইকেটে। ওখানে থেকে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা তো করুন। ৭ বলে আপনি ১১ রান করে আউট হয়ে গেছেন।'

ভারতের বিপক্ষে ৭ বলে ১১ রান করে ছক্কা মারতে গিয়ে ফিরে যান সাকিব। এটার সমালোচনা করে শেবাগ আরো বলেন, 'আমি বুঝতে পারছি না সে এতো অভিজ্ঞ, সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া নেই। নাকি সে চিন্তা করেছে, অনেক বড় লক্ষ্য, একটা বলে ছক্কা মেরেছি, সব বলেই ছক্কা হবে। এমনও তো হতে পারে না। সে অভিজ্ঞতা ব্যবহার করেনি। এ কারণে আমি আগেরবারও বলেছিলাম, সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে তার জায়গা ছেড়ে দেওয়া।' যোগ করেন তিনি।  

গতবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের সমালোচনা করার ঠিক পরের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব। ২৫ তারিখ সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শেবাগের করা সমালোচনার জবাব টা আবারো ব্যাটে, বলে দিতে পারবেন তো সাকিব?

Details Bottom