Image

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না ভারত দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না ভারত দল

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না ভারত দল

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে না ভারত দল

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাবে কিনা অবশেষে মিটমাট হয়ে গেছে এই বহুল আলোচিত প্রশ্নের। ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, ভারত খেলতে যাচ্ছে না পাকিস্তানে। এবং বিসিসিআই এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই আইসিসিকে জানিয়ে দিয়েছে। কেননা জানা গেছে ভারত সরকারের পক্ষ থেকে দলকে অনুমোদন দেয়া হয়নি পাকিস্তান সফর করার।
 
যেহেতু ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে না পাকিস্তানে তাই আইসিসি ও পিসিবিকে পরিকল্পনা করতে হবে নতুন ভাবে। এশিয়া কাপের মতো ‘হাইব্রিড মডেলে’ এই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনাই এখন প্রবল বলে ধারণা করা হচ্ছে। এশিয়াকাপে ভারত তাদের ম্যাচ গুলো খেলেছিলো শ্রীলঙ্কায়। এবার এমন কিছুই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

যদিও শুক্রবার পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেন। এমন কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। তবে ক্রিকইনফো বলছে ভিন্ন কথা। ভারত যাবেনা এটা মাথায় রেখেই ইতোমধ্যেই নিরপেক্ষ ভেন্যুর পরিকল্পনা করা আছে।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের শুরুতে আইসিসিকে নিজেদের অবস্থানের কথা জানায় বিসিসিআই।  তবে সেটা মৌখিকভাবে কিনা, তা নিশ্চিত নয়। পিসিবিকে জানানোর আগে বিসিসিআইয়ের কাছে থেকে লিখিত চাওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির।

ভারতের এই ওয়েবসাইটটি আরো বলছে,চলমান এই অস্থিরতার কারণে আগামী সপ্তাহে লাহোরে অনুষ্ঠেয় সূচি ঘোষণার অনুষ্ঠান স্থগিত হতে পারে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৮ টি দল নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সূচি অনুযায়ী গ্রুপ 'এ' তে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এবং গ্রুপ 'বি’ তে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three