প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ফরহাদ হোসেন, বিসিবির বিশেষ সম্মাননা
- 1
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
প্রথম বলেই সাকিবের ৬, এরপর ডট দিয়ে আউট
- 3
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর
- 4
পাকিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
- 5
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ফরহাদ হোসেন, বিসিবির বিশেষ সম্মাননা
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ফরহাদ হোসেন, বিসিবির বিশেষ সম্মাননা
রাজশাহীতে জন্ম নেওয়া বাংলাদেশি ক্রিকেটার ফরহাদ হোসেন প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলেছেন, ৩৮ ছুইছুই ফরহাদ ঘরের মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতি টানলেন ১৬১ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারের।
মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শেষবারের মত প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে নামেন ফরহাদ হোসেন। অবশ্য শেষটা রাঙাতে পারেনি তাঁর দল। ১০১ রানে জয় পেয়েছে রংপুর। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৬ ও ২য় ইনিংসে ৯ রান করেন তিনি।
২০০৫ সালে রাজশাহী স্টেডিয়ামে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ফরহাদ হোসেনের। আজ অব্দি খেলেছেন ১৬১ ম্যাচে। ২৭৫ ইনিংসে ৩৫.৯৭ গড়ে রান করেছেন ৯০৬৫। ৪৬ ফিফটির সাথে আছে ১৮ সেঞ্চুরি।
বল হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬৫ উইকেট নিয়েছেন ফরহাদ হোসেন, ডান হাতে অফব্রেক বোলিং করে। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার।
এছাড়া ১৩৫ লিস্ট এ ম্যাচ ও ৩৫ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন তিনি। রান করেছেন যথাক্রমে ৩৩০৪ ও ৩৭৬।
বিদায়বেলায় ফরহাদ হোসেনকে রাজশাহী বিভাগীয় দলের জার্সি ও ক্রেস্ট স্মারক হিসাবে দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে,
'১৬১টি ম্যাচ খেলে ৯,০০০ রানের বেশি সংগ্রহের পর, অভিজ্ঞ রাজশাহী বিভাগের ব্যাটসম্যান ফরহাদ হোসেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। ২০০৫ সালে অভিষেক হওয়া হোসেন তার শেষ প্রথম শ্রেণির ম্যাচটি চলমান মধুমতি ব্যাংক জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীতে রংপুর বিভাগের বিপক্ষে খেলেছেন। ম্যাচ শেষে হোসেনকে রাজশাহী বিভাগের একটি সই করা জার্সি উপহার দেওয়া হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়, যা সাবেক জাতীয় দলের ওপেনার ও বিসিবির জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার তুলে দেন। বিদায় সংবর্ধনায় সাবেক বাংলাদেশ ও রাজশাহী বিভাগের অধিনায়ক খালেদ মাসুদ, ম্যাচ রেফারি ও সাবেক জাতীয় খেলোয়াড় এহসানুল হক উপস্থিত ছিলেন।'
After playing 161 matches and scoring over 9000 runs, veteran Rajshahi Division batsman Farhad Hossain has called it a...
Posted by Bangladesh Cricket : The Tigers on Tuesday, November 12, 2024