সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা

সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা

সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা

নতুন বিপিএল আসরে সিলেট টাইটান্স নিজেদের শক্তিশালী দল ও ইতিবাচক মনোবল নিয়ে মাঠে নামতে প্রস্তুত। দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা একসঙ্গে সমন্বিত পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েছে। দলের প্রতিটি খেলোয়াড় ইতিবাচক মনোবল নিয়ে অনুশীলনে অংশ নিচ্ছেন, আর কোচিং স্টাফদেরও সেই উচ্ছ্বাস স্পষ্ট।

সিলেট টাইটান্সের পেসার ইবাদত হোসেন আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের কম্বিনেশন নিয়ে ব্যাখ্যা করেন, "লোকাল এবং বিদেশি মিলিয়ে খুব ভালো একটা টিম। সিনিয়র এবং জুনিয়র মিলিয়ে খুব ভালো একটা কম্বিনেশন আমাদের টিমে আছে। আমার কাছে মনে হয় বোলিং এবং ব্যাটিং প্রায় সমান। এমন না যে ৬০-৪০, আমার কাছে মনে হয় ৫০-৫০।"

দলের বোলিং আক্রমণ শক্তিশালী করার পরিকল্পনা তুলে ধরেন ইবাদত। তিনি বলেন, দলের বোলিং ইউনিটে সিনিয়র ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় বোলিং কার্যকারিতা বাড়াচ্ছে। "বোলিংটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়। যেহেতু আমির ভাই আছেন, আমি, খালেদ, শহিদুল, রেজাউর, সবাই পারফর্মার এখানে। আমাদের টিমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন আল্লাহ চাইলে সবাই মাঠে যদি ভালো পারফর্ম করে, ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব।"

দলের মানসিকতা ও থিম নিয়ে ইবাদত হোসেনের মন্তব্য, এবারের দলের থিম ‘এবার কিন্তু অইজিবো’ ক্রিকেটারদের মধ্যে ইতিবাচক ভাইব সৃষ্টি করেছে। "আমাদের এবারের থিমই হচ্ছে- ‘এবার কিন্তু অইজিবো’ (এবার কিন্তু হয়ে যাবে)। এর মানে, আমাদের টিমের একটা পজিটিভ ভাইব। এটা শোনার পর মনে হয় এই বছর আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এই থিমটা নিয়েই আমরা এগোচ্ছি। আল্লাহ যদি সাহায্য করেন, আমরা এবার চ্যাম্পিয়ন হবো।"

এদিকে সিলেট টাইটান্সে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির যোগদান সম্পর্কে ইবাদত বলেন, "আমরা আমিরের কাছ থেকে নেয়ার চেয়ে তার আমাদের দলকে দেয়ার অনেক কিছু আছে। উনার যেহেতু অনেক অভিজ্ঞতা, টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট, উনার সেই অভিজ্ঞতাটা যাতে এই টিমের হয়ে কাজে লাগাতে পারেন। আমরা আশা করি উনি উনার সেরাটা দিবেন।"