Image

রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়

রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়

রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের একটি ঐতিহাসিক জয়! টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়। গায়ানাতে তারা উগান্ডাকে মাত্র ৩৯ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছে ১৩৪ রানে। ফাই-ফারে ম্যাচ সেরার পুরষ্কার জেতা আকিল হোসেন নাম লিখেছেন রেকর্ড বইয়ে। 

টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৭৩ রান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই উগান্ডা করল অসহায় আত্মসমর্পণ। ১২ ওভারের বেশি খেলতে পারেনি, অলআউট হয়েছে কেবল ৩৯ রানে। আর তাতেই ১৩৪ রানের বড় পরাজয়। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ ব্যবধানের পরাজয়।

এক আকিল হোসেনের স্পিন বিষেই নীল হয় উগান্ডা। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান বোলার হলেন আকিল হোসেন। মাত্র ১১ রান খরচায় আকিল শিকার করেন উগান্ডার পাঁচ ব্যাটারকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম ফাই-ফার। 

বড় লক্ষ্য তাড়ায় নেমে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে উগান্ডা হারায় পাঁচ উইকেট। এভাবেই চলতে থাকে উইকেটের আসা-যাওয়া। আউট হওয়া ১০ ব্যাটারের কেউ ছুঁতে পারেননি দুই অংকের রান। অপরাজিত থাকা জুমা মিয়াগির ব্যাটেই সর্বোচ্চ ১৩ রান। ৩ জন পেয়েছেন ডাকের স্বাদ, তাদের পুরো ইনিংসে বাউন্ডারির সংখ্যাও মোট ৩। শেষ পর্যন্ত উগান্ডার ইনিংস থামে মাত্র ৩৯ রানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সবচেয়ে কম রানে অলআউটের রেকর্ড। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ড অলআউট হয়েছিল সমান ৩৯ রানে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three