কেন বাংলাদেশকে ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন, ব্যাখ্যা দিলেন পান্ট
কেন বাংলাদেশকে ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন, ব্যাখ্যা দিলেন পান্ট
কেন বাংলাদেশকে ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন, ব্যাখ্যা দিলেন পান্ট
ভারতের উইকেটকিপার–ব্যাটার রিশাব পান্ট চেন্নাই টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সেট করে দিয়েছিলেন। শান্ত পান্টের কথামতো ফিল্ড প্লেসমেন্টও করেন। বাংলাদেশের হয়ে পান্টের ফিল্ডার সেট করা রীতিমতো হাস্যরসের জন্ম দেয়। কেন ফিল্ডিং সাজিয়ে দিয়েছিলেন, ব্যাখ্যা দিলেন পান্ট নিজেই।
নিজে ব্যাটিংয়ে থেকেও কেন প্রতিপক্ষ দলকে ফিল্ডিং সাজিয়ে দিলেন, শান্ত তাঁর কথামতো ফিল্ড প্লেসমেন্টও করেন। হিন্দিতে তখন রিশাব পান্টকে বলতে দেখা যায়, ‘আরে এখানে একজন ফিল্ডার দাও। মিডউইকেটের এখানে ফিল্ডার কম আছে।’ পান্টের পরামর্শ মেনে তাসকিনের এই ওভারের শুরুতেই অধিনায়ক শান্ত মিডউইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন।
নিজের বিপক্ষে ফিল্ডিং সাজাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে শান্তকে সহায়তা করেছেন পান্ট। কিন্তু কেন? প্রতিপক্ষকে এ ভাবে সাহায্য করার নেপথ্যে কী ছিল? এবার নিজের এর ব্যাখ্যা দিলেন পান্ট,
‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। আসলে ওখানে তখন ফিল্ডার ছিল না। আর ওদের ২ জন ফিল্ডার এক জায়গায় ছিল। তাই আমি বলেছিলাম একজনকে অন্য জায়গায় দেওয়া দরকার। আর ও সেটা মেনে নেয়।’
ম্যাচ শেষে জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে পান্টকে প্রশ্ন করা হয় আপনি কেন শান্তদের ফিল্ডিং কেন সাজাচ্ছিলেন? হাসতে হাসতে পান্ট এসব উত্তর বলেন।
চেন্নাইয়ে বড় পরাজয় বাংলাদেশের। ৫১৫ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২৩৪ রানে অলআউট বাংলাদেশ, ভারতের ২৮০ রানের জয়।