Image

রেকর্ড স্পর্শ করার পরেই ধোনির সঙ্গে পান্টের তুলনা, কার্তিক বললেন 'অগ্রহণযোগ্য'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রেকর্ড স্পর্শ করার পরেই ধোনির সঙ্গে পান্টের তুলনা, কার্তিক বললেন 'অগ্রহণযোগ্য'

রেকর্ড স্পর্শ করার পরেই ধোনির সঙ্গে পান্টের তুলনা, কার্তিক বললেন 'অগ্রহণযোগ্য'

রেকর্ড স্পর্শ করার পরেই ধোনির সঙ্গে পান্টের তুলনা, কার্তিক বললেন 'অগ্রহণযোগ্য'

সেঞ্চুরি দিয়ে ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন রিশাব পান্ট। লম্বা ফর্মেটের ক্রিকেটে রিশাবের সেঞ্চুরি সংখ্যা এখন ৬। উইকেটরক্ষক-ব্যাটার হয়ে ৬ টি সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটার এমএস ধোনির সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ডটি ছুঁয়ে ফেলেছেন পান্ট। ধোনি ৯০টি টেস্টের ১৪৪টি ইনিংসে ব্যাট করে ৬টি টেস্ট সেঞ্চুরি করেছেন। পান্ট ৩৪টি টেস্টের ৫৮টি ইনিংসে ব্যাট করে ৬টি শতরান করেন। তবুও যে ধোনির সাথে পান্টকে মেলাতে যাওয়া মানতে পারছেন না দীনেশ কার্তিক। 

বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের অসাধারণ ইনিংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পান্ট ও ধোনির মধ্যে তুলনা করতে দেখা গেছে। অনেকে বলেছেন ধোনিকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সেরা ক্রিকেটার রিশাব পান্ট। তবে এই কথায় একমত নন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। তার মতে, দুজনের মধ্যে যে তুলনা করা হচ্ছে তা 'অগ্রহণযোগ্য'। 

ক্রিকবাজকে দীনেশ কার্তিক বলেন, "এটা বলা খুবই অগ্রহণযোগ্য যে পান্ট মাত্র ৩৪ টেস্ট খেলেছেন এবং তিনি ইতিমধ্যেই ভারতের সেরা উইকেট-রক্ষক ব্যাটার। সিদ্ধানে না গিয়ে সময় নেয়া উচিৎ।  তিনি যদি এমন পারফরম্যান্স চালিয়ে যান তাহলে ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষক হিসাবে ক্যারিয়ার শেষ করবেন, "

দীনেশ কার্তিক আরো বলেন, "একজন উইকেটরক্ষক হিসাবে ধোনির অবদানকে ভুলে যাবেন না। তিনি দুর্দান্তভাবে ব্যাটিং করেছিলেন যা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে ১ নাম্বারে উঠতে।"

জেনে রাখা দরকার রিশাব পান্টের ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরিটি এসেছে তার ৫৮ তম ইনিংসে।  এবং ধোনি ১৪৪ টি  ইনিংসে ৬ টি সেঞ্চুরি করেছেন।

Details Bottom