Image

নাহিদ রানার সাফল্যে চা বিরতিতে সিলেট টেস্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নাহিদ রানার সাফল্যে চা বিরতিতে সিলেট টেস্ট

নাহিদ রানার সাফল্যে চা বিরতিতে সিলেট টেস্ট

নাহিদ রানার সাফল্যে চা বিরতিতে সিলেট টেস্ট

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৯২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিশান মাদুশকার উইকেট হারিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। প্রথম চার ওভারের মধ্যেই দুই রিভিউ হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ইনিংসের ৬ষ্ঠ ওভারে গিয়ে উইকেটের দেখা পায় বাংলাদেশ, নাহিদ রানের পেসে ব্যাট ছুঁয়ে ক্যাচ ওপেনার মাদুশকা। চা বিরতিতে যাওয়া শ্রীলঙ্কার লিড ১১১ রানের। 

সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। টসে জিতে আগে বোলিং নেওয়া বাংলাদেশ ২৮০ রানে গুড়িয়ে দিয়েছিল লঙ্কানদের। জবাব দিতে নেমে বাংলাদেশের টপ অর্ডার পড়ে চরম ব্যাটিং বিপর্যয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস আসে তাইজুল ইসলামের ব্যাট থেকে। 

৯২ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০ রানে থাকা ওপেনার নিশান মাদুশকার উইকেট হারিয়ে চা বিরতিতে গেল। লঙ্কান দুই ওপেনার নিশান মাদুশকা আর দিমুথ করুণারত্নে বেশ দেখে-শুনেই খালেদ, শরিফুলদের সামলে নেন। ৬ষ্ঠ ওভারে নাহিদ রানা অ্যাকশনে আসতেই স্লিপে ক্যাচ হন ১০ রানে থাকা মাদুশকা। 

এর আগে পরপর দুই ওভারে খালেদ আহমেদ নিশান মাদুশকাকে ফেরানোর আশায় আম্পায়ার ক্রিস গাফানির সিদ্ধান্তে রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে ব্যর্থ হয়েছে। ৩ রিভিউর মধ্যে শুরুর চার ওভারেই বাংলাদেশ নষ্ট করল দুই রিভিউ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three