দ্বিতীয় টেস্টের দলে ঢুকলেন আবরার ও কামরান
দ্বিতীয় টেস্টের দলে ঢুকলেন আবরার ও কামরান
দ্বিতীয় টেস্টের দলে ঢুকলেন আবরার ও কামরান
দল থেকে একমাত্র স্বীকৃত স্পিনার আবরার আহমেদকে সরিয়ে ফেলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তান খেলতে হয় পুরো পেস নির্ভর বোলিং আক্রমণ নিয়ে। আবরার আহমেদ এবং কামরান গুলাম দ্বিতীয় ম্যাচের আগে ফের পাকিস্তানের টেস্ট স্কোয়াডে যোগ দিয়েছেন। যা ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আবার নতুন করে ডাক পাওয়া লেগ স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামকে প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং ২৩ থেকে ২৩ আগস্ট ইসলামাবাদ ক্লাবে বাংলাদেশ 'এ'-এর বিরুদ্ধে চারদিনের ম্যাচে পাকিস্তান শাহীনসের হয়ে তাদের খেলতে দেখা গেছে।
দ্বিতীয় টেস্টের আগে দু'জনকে আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া প্রথম টেস্ট শেষে স্কোয়াডের বাইরে যাওয়া শাহীন শাহ আফ্রিদি মঙ্গলবার সন্ধ্যায় আবারও দলে যোগ দিয়েছেন। এদিকে, এনসিএ-তে ফিটনেস নিয়ে কাজ করার জন্য স্কোয়াড থেকে ছুটি পাওয়া আমির জামালকে ফের ডাকা হয়েছে। দ্বিতীয় টেস্টে আমিরের অংশগ্রহণ নিশ্চিত হবে ফিটনেস ক্লিয়ারেন্সের উপর।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। এবার টাইগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ। ৩০ আগস্ট শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে দু'দলের কাছেই।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) এবং শাহীন শাহ আফ্রিদি।