আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, কে কোন দপ্তর পেলেন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, কে কোন দপ্তর পেলেন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাঁধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব, কে কোন দপ্তর পেলেন
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামন্ডলীর মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম ১৭ সদস্যের উপদেষ্টা মন্ডলীর অংশ হন। নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে দপ্তর বন্টন কার্যক্রম শুরু হয়। গতকাল রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টারা পথ নিয়েছিলেন। তবে ঢাকার বাইরে থাকার কারণে শপথ নিতে পারেননি ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা সহ মোট ২৭ টি মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব নিয়েছেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব সালেহ উদ্দিন আহমেদ। ড. আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব আদিলুর রহমান খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে জনাব হাসান আরিফের কাঁধে। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন সৈয়দা রিজওয়ানা হাসান। শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন ড. আ. ফ. ম. খালিদ হোসেন। ফরিদা আখতার পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নুরজাহান বেগম।