Image

বড় হারের পর স্কোয়াডে সুন্দরকে যুক্ত করল ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বড় হারের পর স্কোয়াডে সুন্দরকে যুক্ত করল ভারত

বড় হারের পর স্কোয়াডে সুন্দরকে যুক্ত করল ভারত

বড় হারের পর স্কোয়াডে সুন্দরকে যুক্ত করল ভারত

বেঙ্গালুরু টেস্টে হারের পর ভারতীয় দলে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। এক বিবৃতি দিয়ে সুন্দরের স্কোয়াডে যুক্ত হবার খবর নিশ্চিত করে বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি থাকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য দলে নেয়া হয়েছে ওয়াশিংটনকে।

কয়েক ঘন্টা আগে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে প্রথম টেস্ট হেরেছে ভারত। রোহিত শর্মাদের পরের টেস্ট পুণেতে। সেখানে কিউইদের হারিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য থাকবে ভারতের। তাই দলকে আরো শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। তবে এরজন্য বাদ দেয়া হয়নি কাউকে। অতিরিক্ত খেলোয়াড় হিসাবেই দলে নেয়া হয়েছে তাকে।

বাকি দুই টেস্টে ওয়াশিংটন দলে থাকলেও একাদশে জায়গা পাবেন কিনা তা অনিশ্চিত। তবে তাকে দলে যুক্ত করার ফলে স্পিনার বেড়েছে দলের, ব্যাটিং অর্ডার ও হয়েছে শক্তিশালী। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাব পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, ওয়াশিংটন সুন্দর।

Details Bottom
Details ad One
Details Two
Details Three