Image

লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ সমতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ সমতা

লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ সমতা

লিভিংস্টোনের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সিরিজ সমতা

লিভিংস্টোনের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো ইংলিশরা। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫ বল আগে লক্ষ্য তাড়া করে ফেলে ইংলিশরা।

অ্যান্টিগায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১২ রানেই ২ ওপেনারকে হারায় তারা। তারপর দলের হাল ধরেন কেসি কার্টি ও শাই হোপ। ১৪৩ রানের জুটি ভেঙে আদিল রশিদের বলে আউট হন কেসি। বিদায় নেন ৭৭ বলে ৭১ রান করে।

অপর প্রান্তে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন শাই হোপ। ৩৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন শেরফেন রাদারফোর্ড। জোফরা আর্চারের বলে আউট হওয়ার আগে শাই হোপ খেলেন ১২৭ বলে ১১৭ রানের যুগান্তকারী ইনিংস। শেষ দিকে স্কোরবোর্ডে দ্রুত রান তুলে যথাক্রমে ২০(২২) ও ২৩(১১) রানে অপরাজিত থাকেন রস্টন চেজ ও ম্যাথু ফোর্ড। 

ইংলিশদের হয়ে ২ টি করে উইকেট পান জন টার্নার ও আদিল রাশিদ।

৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইল জ্যাকসকে হারায় ইংল্যান্ড ১২(১১)। ১৯ বলে মাত্র ৪ রান করে ফিরে যান জর্ডান কক্স। ফিল সল্টের ৫৯ এবং জেকব বেথেলের ৫৫ রানে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড।

অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ক্রিজে নেমে এগিয়ে নেন খানিকটা পিছিয়ে পড়া ইংল্যান্ডকে। মারকুটে ব্যাটিংয়ে আগলে রাখেন এক প্রান্ত। অন্যপ্রান্তে লিভিংস্টোনকে যোগ্য সঙ্গ নেন স্যাম কারান। ৫২ রান করে ম্যাথু ফোর্ডের বলে আউট হন স্যাম কারান। ৪৭.৩ ওভারেই জয়ের বন্দরে নোঙর করে ইংলিশরা। জয়ের নায়ক লিভিংস্টোন অপরাজিত থাকেন ৮৫ বলে ১২৪ রানে। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ টি উইকেট নেন ম্যাথু ফোর্ড। ম্যাচ সেরা হন লিয়াম লিভিংস্টোন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three