Image

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

বোলিংয়ের পর ব্যাটিংয়েও দাপট, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় নারী ক্রিকেট দল। শুক্রবার এশিয়া কাপের সেমিফাইনালে ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৯ ওভার বাকি রেখে ১০ উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে ভারত।

শ্রীলঙ্কার ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিগার সুলতানা জ্যোতির দল। তবে ভারতীয় বোলারদের অসাধারণ বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ২০ ওভার শেষে টাইগ্রেসরা সংগ্রহ করে  ৮ উইকেটে ৮০ রান।

৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেঁসেখেলেই জয় নিশ্চিত করে ভারত। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা। টাইগ্রেস বোলারদের কোনো পাত্তা না দিয়ে জয়ের দিকে এগোতে থাকে ভারতের ইনিংস।

৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন স্মৃতি মান্দানা। তার ইনিংসে ছিলো ৯ টি চার ও ১ টি ছক্কা। শেফালি ভার্মা করেন ২৮ বলে ২৬* রান। নাহিদা আক্তারের বলে এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি হাকিয়ে দলের জয় সূচক রানটি আসে স্মৃতির ব্যাট থেকে।

অন্যদিকে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেন ৫১ বলে ৩২ রান। তার ইনিংসে ছিলো ২ টি চারের মার। তাছাড়া স্বর্না আক্তার করেন  ১৮ বলে ১৯।  নিগার ও স্বর্নার ৩৬ রানের জুটিতে ৮০ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। 

এই দুই ব্যাটার ছাড়া কোনো টাইগ্রেস ব্যাটাররাই ছুঁতে পারেননি দুই অংকের রান। নাহিদা আক্তার,মারুফা আক্তার আউট হয়েছেন কোনো রান না করেই। ১ রান করে করেছেন রুমানা আহমেদ ও রাবেয়া খান। দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ইশমা তানজিম ও রিতু মনি করেছেন যথাক্রমে ৬,৪,৮ ও ৫ রান।

ভারতের হয়ে ৩ টি করে উইকেট পান রেনুকা ঠাকুর সিং ও রাধা যাদব। ১ টি করে উইকেট পান পুজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three