Image

বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের: কার্তিক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের: কার্তিক

বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের: কার্তিক

বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের: কার্তিক

বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্টের ১১'টিতেই জিতেছে ভারত। তার উপর সবশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের জায়গাটা করেছে পাকাপোক্ত। বাংলাদেশকে কতটা সমীহ করবে এই দলটা? উত্তরটা বদলে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক জয়। যেই জয়ে একটু নড়েচড়ে বসেছে টিম ইন্ডিয়া, ঘোষণা করেছে শক্তিশালী দল। কিন্তু তাও ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক মনে করছেন বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ভারতকে হারানোর সামর্থ আছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন দিনেশ কার্তিক, "ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।"

কার্তিকের মনে করেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেসবান্ধব উইকেট বানাতে পারে ভারত। অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে পেসবান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারে ভারত, "আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।"

ইতোমধ্যেই ভারতে পৌছে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। তারপর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Details Bottom