হতশ্রী ব্যাটিংয়ের কারণ জানা নেই মিরাজের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
হতশ্রী ব্যাটিংয়ের কারণ জানা নেই মিরাজের

হতশ্রী ব্যাটিংয়ের কারণ জানা নেই মিরাজের

হতশ্রী ব্যাটিংয়ের কারণ জানা নেই মিরাজের

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে স্বাগতিকরা চাপা পড়ল শুরুতেই। আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা, চরম ব্যাটিং ব্যর্থতা। ৩৭ রান করতেই বাংলাদেশ হারিয়ে বসে পাঁচ উইকেট। পাঁচ ব্যাটারের মধ্যে তিনজনই প্যাভিলিয়নে ফেরত যান শূন্য হাতে, এরমধ্যে লিটন দাস হয়েছেন গোল্ডেন ডাক। টপ অর্ডারের এমন হতশ্রী ব্যাটিংয়ের কারণ জানা নেই মিরাজের। বলেছেন, ড্রেসিংরুমের সবাই হতাশ।

৩৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে। এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৪৬৪ রান, হাতে বাকি পাঁচ উইকেট। ৭ রানে অপরাজিত আছেন মুমিনুল, নাইটওয়াচম্যান তাইজুল কাল ব্যাটিংয়ে নামবেন ৬ রান নিয়ে।

হতাশার এক দিন শেষে সংবাদ সম্মেলনে হাজির হন মেহেদী হাসান মিরাজ। লিটন, দিপুদের আউট হওয়ার ধরন ও ড্রেসিংরুমের আবহ নিয়ে মিরাজের বক্তব্য,

'অবশ্য সবাই হতাশায় ছিল। এরকম আউট হলে সবারই তো খারাপ লাগে।'

আত্মাঘাতি শটের ব্যাখ্যা আসলে কি?

'এটার ব্যাখ্যা যে খেলোয়াড় খেলে ব্যক্তিগতভাবে সেই আসলে বলতে পারবে তার পরিস্থিতি কি চলছে। ওই মুহুর্তে কি চিন্তা করছে। শেষের দিকে অবশ্যই এটা কঠিন। আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। যেহেতু আমরা পেশাদার খেলোয়াড়। ব্যক্তিগতভাবে আমাদের যে আউটগুলো হয়েছে অবশ্যই হতাশাজনক। তারপরও আমরা চেষ্টা করব। মুমিনুল ভাই আছে, আমি আছি আমরা যদি একটু রান করতে পারি আমাদের জন্য ভালো হবে।'