Image

‘সাকিব ওয়ার্ল্ডক্লাস, তাঁর না থাকা আমাদের জন্য স্বস্তির’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
‘সাকিব ওয়ার্ল্ডক্লাস, তাঁর না থাকা আমাদের জন্য স্বস্তির’

‘সাকিব ওয়ার্ল্ডক্লাস, তাঁর না থাকা আমাদের জন্য স্বস্তির’

‘সাকিব ওয়ার্ল্ডক্লাস, তাঁর না থাকা আমাদের জন্য স্বস্তির’

নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার অনুপস্থিতিতে এইডেন মার্করামকে ঢাকা টেস্টের নেতৃত্বভার দেওয়া হয়েছে। ম্যাচের আগের দিন আজ মিরপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মার্করাম জানালেন, বাংলাদেশের চ্যালেঞ্জিং কন্ডিশনেও তারা ভালো ক্রিকেট খেলতে চান। সাকিব আল হাসানকে 'ওয়ার্ল্ডক্লাস' বলা প্রোটিয়া অধিনায়ক আছেন স্বস্তিতে। সাকিবের বিপক্ষে খেলতে হবে না; যা প্রোটিয়াদের জন্য অনেকটা হাঁফ ছেড়ে বাঁচার মতোই। 

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে সাকিব আল হাসান প্রথমে বাংলাদেশ স্কোয়াডে থাকলেও তাঁর দেশে ফেরাই হচ্ছে না। ফলে সাকিবের বিকল্প ভাবতে হয়েছে বিসিবির নির্বাচকদের। ঢাকা টেস্টে সাকিবের না থাকা নিয়ে একপ্রকার স্বস্তিতেই আছে দক্ষিণ আফ্রিকা দল। 

সাকিব ইস্যুতে করা প্রশ্নের উত্তরে মার্করাম বললেন, 'সেভাবে মিস করব না। সে খুব ভালো বোলার, ভালো খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। অনেক বছর ধরে খেলছে। তাকে মোকাবেলা করতে হবে না, এটা অবশ্যই হাঁফ ছেড়ে বাঁচার মতো। তার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তবে তাদের এখনকার স্কোয়াডও অনেক শক্তিশালী, ভালো ভালো স্পিনার আছে। বিশেষ করে এই হোম কন্ডিশনে। কোনো সন্দেহ নেই, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কঠিন এবং রোমাঞ্চকর কয়টা দিন অপেক্ষা করছে।'

বাংলাদেশের চ্যালেঞ্জিং কন্ডিশনে যেভাবে খেলতে চায় দক্ষিণ আফ্রিকা, 'আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। স্পিনের বিরুদ্ধে ভালো খেলতে চাই, এই কন্ডিশন মানিয়ে নিতে চাই। একসাথে অনেকগুলো সেশন ভালো খেলে অতীতের মতোই ফলাফল পক্ষে আনতে চাই। তবে এটা সহজ হবে না। এই কন্ডিশন আমাদের জন্য বেশ ভিন্ন।' 

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিজকে, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে।

Details Bottom