আফ্রিদির বিবৃতি নিয়ে বিব্রতকর অবস্থায় পাকিস্তান
আফ্রিদির বিবৃতি নিয়ে বিব্রতকর অবস্থায় পাকিস্তান
আফ্রিদির বিবৃতি নিয়ে বিব্রতকর অবস্থায় পাকিস্তান
পাকিস্তান ক্রিকেটে নানারকম ঘটনা চলতেই থাকে। সেখানে নতুন করে যোগ হয়েছে বাবর আজমের অধিনায়কত্ব পরবর্তী ঘটনা। বাবরকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরিয়ে দেওয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। আফ্রিদিকে সরিয়ে দেওয়া ও তার থেকে পাওয়া বিবৃতি, যা পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে- তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। আফ্রিদি দাবি করেছেন, সেই বিবৃতি তিনি নিজে দেননি।
বাবরকে সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল আফ্রিদিকে সরিয়ে বাবরের কাঁধে যাবে নেতৃত্ব। যা গতকাল (রবিবার) নিশ্চিত করেছে পিসিবি। নিজেদের ওয়েবসাইটে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সংবাদ প্রকাশ করেছিল, সেখানে ছিল আফ্রিদির একটি বিবৃতি।
যেখানে বলা ছিল, “পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারাটা চূড়ান্ত সম্মানের ব্যাপার। সব সময়ই এ স্মৃতি ও সুযোগ লালন করে যাব। দলের খেলোয়াড় হিসেবে অধিনায়ক বাবর আজমকে সমর্থন জানানো আমাদের কর্তব্য। আমি তার নেতৃত্বে খেলেছি এবং তার প্রতি আমার শুধুই শ্রদ্ধা রয়েছে। মাঠ এবং মাঠের বাইরে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সবাই এক। আমাদের লক্ষ্যও একটাই, পাকিস্তানকে বিশ্বের সেরা দল বানানো।"
এই সংবাদ প্রকাশের পর আফ্রিদি ভিন্নরকম দাবি করেছেন। তিনি জানান, এমন কোনো বিবৃতি বাবরকে নিয়ে তিনি দেননি। এই সাবেক অধিনায়কের সাথে যোগাযোগ না করেই এমন বিবৃতি প্রকাশ করেছে পিসিবি। আফ্রিদি তেমনটি জানিয়েছেন।
পুরো ঘটনায় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেটে। জানা যায়, আফ্রিদি এ বিষয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছেন। কিন্তু বোর্ড সভাপতি মহসিন নাকভির সাথে ব্যক্তিগত আলোচনা শেষ করবেন বলে আপাতত সিদ্ধান্ত নিয়েছেন এই পাকিস্তানি পেসার। এরপর হয়ত এ বিষয়ে নতুন কিছু জানা যাবে।