অ্যারন জোন্সের ২০১৩ সালের টুইট ভাইরাল, সবার মুখে তাঁর নাম
অ্যারন জোন্সের ২০১৩ সালের টুইট ভাইরাল, সবার মুখে তাঁর নাম
অ্যারন জোন্সের ২০১৩ সালের টুইট ভাইরাল, সবার মুখে তাঁর নাম
ইংল্যান্ড দলের তারকা পেসার জফরা আর্চারের করা পুরনো দিনের টুইট বেশ ভাইরাল হয়। এবার আলোচনায় যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের এক টুইট, সেটাও ২০১৩ সালের।
১ জুন, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ র প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। সেখানে নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ জয়ে রাঙিয়েছে স্বাগতিকরা।
কানাডার ১৯৪ রানের পাহাড় ১৭.৪ ওভারেই টপকে যায় যুক্তরাষ্ট্র। ৪০ বলে ৪ চার ও ১০ ছয়ে অপরাজিত ৯৪ রান করে স্বাগতিকদের জয়ের নায়ক অ্যারন জোন্স। ম্যাচসেরা হয়েছেন এই ব্যাটার।
২৯ বছর বয়সী জোন্স যুক্তরাষ্ট্রের হয়ে ৪৩ ওয়ানডে, ২৭ টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন যথাক্রমে ১৪৫৪ ও ৪৭৮। ২০১৯ এ আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর।
২০১৩ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জোন্স লিখেছিলেন 'আমার সময় আসবে।'
My time will come.
— Aaron Jones (@Macca_Jones) December 30, 2013
১১ বছর বাদে বিশ্বমঞ্চে ঠিকই এল অ্যারুন জোন্সের সময়। গোটা বিশ্ব এখন অ্যারন জোন্সের আলাপে ব্যস্ত। সময় এখন তারই।