Image

নিউইয়র্কের উইকেট নিয়ে আইসিসির বিবৃতি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউইয়র্কের উইকেট নিয়ে আইসিসির বিবৃতি

নিউইয়র্কের উইকেট নিয়ে আইসিসির বিবৃতি

নিউইয়র্কের উইকেট নিয়ে আইসিসির বিবৃতি

এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়োজক হিসাবে আছে যুক্তরাষ্ট্রও। যুক্তরাষ্ট্রের ৩ ভেন্যুতে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের ম্যাচ। যার মধ্যে একটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 

এই বিশ্বকাপ দিয়েই এই ভেন্যুর যাত্রা শুরু। ড্রপ ইন উইকেট, কম সময়ের মধ্যে বানানো আউটফিল্ড, গ্যালারি- সবমিলে আলোচনার কেন্দ্রে ছিল এই মাঠ। 

তবে মাঠের খেলা শুরু হবার পরেই বাঁধে বিপত্তি। উইকেটের আচরণ, আউটফিল্ডের অবস্থা কিছুই সন্তোষজনক ছিল না। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচ ও ভারত-আয়ারল্যান্ড ম্যাচ দেখে ক্রিকেট বিশ্লেষকরা সমালোচনার তীরে বিদ্ধ করেছে এই মাঠকে। 

এবার বিবৃতি এল আইসিসির তরফ থেকে। তারাও স্বীকার করেছে যে এই মাঠ তাঁদের প্রত্যাশা মেটাতে পারেনি। 

এক বিবৃতিতে আইসিসি জানায়, 'আইসিসি স্বীকার করে যে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ পর্যন্ত ব্যবহৃত পিচগুলি আমরা সকলেই যেভাবে চেয়েছিলাম সেভাবে আচরণ করেনি।

বিশ্বমানের গ্রাউন্ডস টিম গতকালের খেলা শেষ হওয়ার পর থেকে পরিস্থিতি ঠিক করার এবং বাকি ম্যাচগুলির জন্য সর্বোত্তম পিচ সরবরাহ করার জন্য কঠোর পরিশ্রম করছে।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three