Image

আবারও সাকিবের ৪ উইকেট, সুযোগ আছে ফাই-ফারের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবারও সাকিবের ৪ উইকেট, সুযোগ আছে ফাই-ফারের

আবারও সাকিবের ৪ উইকেট, সুযোগ আছে ফাই-ফারের

আবারও সাকিবের ৪ উইকেট, সুযোগ আছে ফাই-ফারের

কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে আবারও সাকিব আল হাসানের বাজিমাত। সমারসেটের ব্যাটারদের জন্য রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়ালেন সাকিব। প্রথম ইনিংসে চার উইকেট শিকার করা সাকিব এবারও পেলেন ফোর-ফারের দেখা। অপেক্ষা ফাইফারের, সমারসেটের অলআউট হতে বাকি ১ উইকেট। 

সারের জার্সিতে অভিষেক ম্যাচে এখন পর্যন্ত সাকিব আল হাসান শিকার করেন মোট ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২৫ ওভার বল করা সাকিব রান খরচ করেন ৮৩, বিপরীতে উইকেট নিয়েছেন ৪টি। ১৯০ রানের লিড নিয়ে সমারসেট শেষ করেছে তৃতীয় দিনের খেলা। শেষ উইকেটে ক্রেইগ ওভারটন আর টম ব্যান্টন মিলে গড়েন ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি। ওভারটন ৪০, ব্যান্টন ২৮ রানে অপরাজিত। 

দ্বিতীয় ইনিংসে সাকিব বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই বোল্ড করেন সমারসেটের ওপেনার আর্চি ভনকে। এরপর টম অ্যাবেলকে বিদায় করেন লেগ বিফোরের ফাঁদে ফেলে। টানা দুই ইনিংসে সাকিবের হাতেই উইকেট হারান অ্যাবেল। 

সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরি সাকিবকে কোনোভাবেই সামলাতে পারেননি। টানা চারটি প্রোবিং ডেলিভারির পর লুইস গ্রেগরিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। সাকিব এখানেই ক্ষান্ত হননি, নিজের পরের ওভারে এসেই স্লিপে ক্যাচ বানা জেমস রেউকে। এই উইকেট নিয়েই টানা দুই ইনিংসে সাকিব পান ফোর-ফার। সাকিবের অবশ্য ফাইফারের জন্য বাড়লো অপেক্ষা। কাল সকালের সেশনেই এই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন। 

বল হাতে আলো ছড়ানো সাকিব অবশ্য প্রথম ইনিংসে ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। ২৪ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি। টনটনে ম্যাচের প্রথম দিনে সাকিবের স্পিন ঘূর্ণিতেই সমারসেট অলআউট হয়ে যায় ৩১৭ রানে। সারের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাকিবই। বল হাতে নিজের সেরাটা দিয়েছেন, ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় দখলে নেন ৪ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three