Image

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট বাতিলের হু'মকি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট বাতিলের হু'মকি

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট বাতিলের হু'মকি

কানপুরে বাংলাদেশ-ভারত টেস্ট বাতিলের হু'মকি

আগামী ১৯ সেপ্টেম্বর ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। কিন্তু কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠন। 

অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটি দাবি করে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ চালানো হয়েছে তার প্রতিবাদ স্বরূপ কানপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ হোক চায় না তারা।

শুধু কানপুরেই নয় গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ নিয়েও রয়েছে হুমকি। ৬ অক্টোবর গোয়ালিয়রে হওয়ার কথা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কিছুদিন আগে হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ হুমকি দিয়েছিলেন,  ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে...মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’

ভারতের স্থানীয় গোয়েন্দা সংস্থা নতুন হুমকির বিষয়টি বিসিসিআইকে জানিয়েছে। বিসিসিআই দ্বিতীয় টেস্টের ভেন্যু ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে।

এবারের ভারত সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three