জিম্বাবুয়ের কাছে হারের ভয়ে একাদশে বদলাচ্ছে না বাংলাদেশ
-
1
জ্যামের কারণে খেলা দেখতে মাঠে পৌছাতে পারেননি আসিফ মাহমুদ
-
2
লর্ডসের স্মৃতি মনে করিয়ে মুশফিককে সাকিবের শুভেচ্ছা
-
3
দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ, ফলো অনের শঙ্কায় আয়ারল্যান্ড
-
4
মিরপুরে ইতিহাস ছুঁয়ে আবেগাপ্লুত মুশফিক: দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ সেঞ্চুরি
-
5
মিরপুরে রেকর্ডের বন্যা: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করে ইতিহাস গড়ল বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারের ভয়ে একাদশে বদলাচ্ছে না বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে হারের ভয়ে একাদশে বদলাচ্ছে না বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের দাপুটে জয়। সাগরিকায় বাকি আরও এক ম্যাচ। প্রথম ম্যাচে খেলা সেরা একাদশ লড়াইয়ে নামে দ্বিতীয় ম্যাচেও। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও কেনো তরুণ, নতুন ক্রিকেটারদের বেঞ্চে বসিয়ে রাখা? সহকারী কোচ নিক পোথাসের সহজ জবাব, সিরিজ জয়ের জন্য আপাতত কোনো পরীক্ষা-নিরীক্ষা চালাবে না টিম ম্যানেজমেন্ট।
পরের ম্যাচেই তারা সিরিজ জয় নিশ্চিত করতে চান। পরপর দুই ম্যাচে বাংলাদেশের সামনে তুলনামূলক ছোট ১২৫ ও ১৩৯ রানের টার্গেট ছিল বলে ব্যাটারদের আগ্রাসী হতে হয়নি। প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ছিলেন অভিষিক্ত তানজিদ তামিম। গতরাতে রিয়াদ-হৃদয়ের ব্যাটে আবারও উড়ে গেল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের লিড এখন ২-০'তে।
সিরিজ জয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস, 'যখনই আপনি আন্তর্জাতিক সিরিজ খেলবেন, প্রথম দায়িত্ব হচ্ছে সেই সিরিজটা জেতা। ওই দায়িত্বটা সবার আগে ঠিকঠাক মতো পালন করতে হবে। এরপর আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। সুতরাং আমরা ঠিক তাই করেছি যেটা এই উইকেটে জয়ের জন্য আমাদের দরকার ছিল।'
প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে থাকার কথা বাংলাদেশ স্কোয়াডকে। কিন্তু টাইগার টিম ম্যানেজমেন্ট ভাবছে কেবলই সিরিজ জয়। তাই তো কোনোপ্রকার ঝুঁকিতে যেতে চায় না তারা। সিরিজটা জিততে চাওয়া, এটাই প্রথম লক্ষ্য।
অঘটের ভয়ে জিম্বাবুয়েকে পেয়েও তাই পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করেনি টাইগার টিম ম্যানেজমেন্ট। ফলে টানা দুই ম্যাচ ড্রেসিংরুমে থেকেই দেখতে হয়েছে স্কোয়াডের বাকি তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুবকে।
'আগেও বলেছিল। প্রথম কাজ হচ্ছে সিরিজ জয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা। আপনি জানেন তো। আপনি চাইলেন আর আমরা পরীক্ষা-নিরীক্ষা করলাম, এরপর কিছু ভুল হলে আপনারাই আমাদের পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করবেন। আমাদের ওই কাজটাই করতে হবে সেটা আমরা সঠিক মনে করব।'
'আমি আপনাকে ভিন্ন একটা প্রশ্ন করি। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে যদি হেরে বসি, তাহলে আপনি কী লিখবেন?'
