Image

পাকিস্তান দলে ফিরলেন আমির-ইমাদ, ডাক পেলেন উসমান-ইরফানরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান দলে ফিরলেন আমির-ইমাদ, ডাক পেলেন উসমান-ইরফানরা

পাকিস্তান দলে ফিরলেন আমির-ইমাদ, ডাক পেলেন উসমান-ইরফানরা

পাকিস্তান দলে ফিরলেন আমির-ইমাদ, ডাক পেলেন উসমান-ইরফানরা

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। প্রথমবারের মত ডাক পেয়েছেন দুই ক্রিকেটার, আবার নতুন করে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার। 

মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খান ও ওপেনার উসমান খান প্রথমবারের মত পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন। আনক্যাপড (এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি এমন) আবরার আহমেদও আছেন স্কোয়াডে। 

অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও ফাস্ট বোলার মোহাম্মদ আমির গেলমাসেই অবসর ভেঙে ফিরেছিলেন। দুজনই আছেন স্কোয়াডে। 

ইমাদ ৬৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে ৪৮৬ রান করেছেন, উইকেট নিয়েছেন ৬৫ টি। ১২ মাস আগে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সর্বশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। 

আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন। ৫০ টি-টোয়েন্টিতে ৭.০২ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। 

 

নিউজল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- 

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, উসামা মীর, উসমান খান ও জামান খান। 

নন ট্রাভেলিং রিজার্ভ- হাসিবুল্লাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান ও সালমান আলি আঘা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three