ওয়েস্ট ইন্ডিজে সকালের শুরুতেই নেই বাংলাদেশের ৪ উইকেট
ওয়েস্ট ইন্ডিজে সকালের শুরুতেই নেই বাংলাদেশের ৪ উইকেট
ওয়েস্ট ইন্ডিজে সকালের শুরুতেই নেই বাংলাদেশের ৪ উইকেট
জ্যামাইকাতে বাংলাদেশের চরম হতাশার এক সেশন। দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রথম ঘন্টাতেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশের ব্যাটিং অর্ডার। একশোর ঘরে পৌঁছানোর আগেই দলীয় ৯৮ রানে নেই ৬ উইকেট। এরপর অধিনায়ক মিরাজ আর তাইজুল দেখে-শুনে খেলে আর কোনো বিপদ ঘটতে দেননি লাঞ্চের আগে।
৬ উইকেটে ১২২ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ১৮, তাইজুল ইসলাম অপরাজিত ৮ রানে। তাইজুল-মিরাজের সপ্তম উইকেট জুটিতে এখন অবদি এসেছে ২৪ রান।
স্যাবাইনা পার্কে ৩০ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ব্যাটার শাহাদাত হোসেন দিপু ব্যক্তিগত ২২ রানে আউট হলে ভাঙে সাদমানের সাথে গড়া ৭৩ রানের জুটি। শামার জোসেফের ডেলিভারিতে হারান স্টাম্প।
পরের ওভারে এসে জেইডেন সিলস বিদায় করেন লিটন দাসকে। ১ রানে থাকা লিটনকে সহজ ক্যাচ বানান প্রথম স্লিপে। জাকের আলি অনিকও হয়েছেন ব্যর্থ। লিটনের সমান ১ রান করে শামার জোসেফের বলে ক্যাচ দেন উইকেটকিপারের গ্লাভসে।
আগের দিন শেষ বিকালে ফিফটি হাঁকিয়ে দলকে স্বস্তি দেওয়া ওপেনার সাদমান ইসলামও উইকেট দিয়েছেন জোসেফের বলে। ১৩৭ বলের ইনিংসে ৬৪ রান করে প্যাভিলিয়নে ফিরলে ৯৮ রানে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সাদমানের আগে আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে দুই অংকের রান ছুঁয়েছেন কেবল শাহাদাত দিপু।
সকালের সেশনে খেলা হয়েছে ২৮ ওভার, চার উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ৫৩ রান।