Image

বিপিএল ২০২৫: চিটাগং কিংস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: চিটাগং কিংস

বিপিএল ২০২৫: চিটাগং কিংস

বিপিএল ২০২৫: চিটাগং কিংস

এবারের বিপিএলে দুর্দান্ত শুরুর অপেক্ষায় চিটাগং কিংস। দেশি-বিদেশি সেরা তারকাদের নিয়ে সাজিয়েছে স্কোয়াড। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে তারা দলে ভিড়িয়েছে সরাসরি চুক্তিতে। বিদেশিদের মধ্যে বড় নাম মইন আলি। এরপর প্লেয়ার্স ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে সেই তালিকায় আরও শক্তি বাড়িয়েছে। 

প্রায় এক দশক পর বিপিএলে ফিরে এসে চিটাগং কিংস দেখাল চমক। একের পর এক তারকা ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এরপর ড্রাফটের টেবিলে আলো ছড়িয়ে তারা আরও শক্তিশালী করল স্কোয়াড। সাকিব আল হাসান, মইন আলিদের জন্য হেড কোচ নিয়োগ দেওয়া হল অস্ট্রেলিয়ার শন টেইটকে। 

দীর্ঘ বিরতির পর বিপিএলে ফিরেই সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে নিয়ে চমক লাগিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সঙ্গে মইন আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, উসমান খান সহ বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে কিনে নিয়েছে দলটি। ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চিটাগং কিংস বিপিএলে আনছে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।  

সাকিব ছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে চিটাগংয়ের জার্সি গায়ে এবার বিপিএল মাতাবেন জাতীয় দলের অন্যতম মুখ শরিফুল ইসলাম। আগ্রাসী ব্যাট করা পারভেজ হোসেন ইমনের সঙ্গে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারীকে। তরুণ পেসার মারুফ মৃধা, স্পিনার আলিস-আল ইসলাম, অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন ও নাইম ইসলামকে তারা দলে নিয়েছে প্লেয়ার্স ড্রাফট থেকে। 

চিটাগং কিংস-

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), খাজা নাফে (পাকিস্তান)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three