Image

পিচ থেকে সেরকম সাহায্য আমরা পাইনি: নাসিম শাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিচ থেকে সেরকম সাহায্য আমরা পাইনি: নাসিম শাহ

পিচ থেকে সেরকম সাহায্য আমরা পাইনি: নাসিম শাহ

পিচ থেকে সেরকম সাহায্য আমরা পাইনি: নাসিম শাহ

রাওয়ালপিন্ডির উইকেটে যথেষ্ট সুবিধা পাচ্ছে ব্যাটাররা। প্রথম ইনিংসে বড় রান পেয়েছে দুদল ই। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিলো ৪৪৮ রান। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৫৬৫ রান। পাকিস্তানের বোলারদের সাফল্য না পাওয়ার পেছনে গরম আট হোম এডভান্টেজ নিতে না পারাকে অজুহাত দিলেন নাসিম শাহ।

চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সফরকারী বাংলাদেশ। পাকিস্তানের থেকে এগিয়ে আছে এখনো ৯৪ রানে। গরমের কারণে পাকিস্তানি বোলাররা উইকেট থেকে সুবিধা পাচ্ছেন না জানিয়ে সংবাদ সম্মেলনে নাসিম শাহ বলেন,

"আসলে দেখুন আমার কাছে মনে হয়েছে অন্যান্য সিরিজে পিচ যেভাবে বোলারদের সাহায্য করে এখানে এবারের গরমের মাঝে এই পিচ থেকে বোলিংয়ের জন্য নতুন বলে কিছুটা সাহায্য ছাড়া অত বেশি সাহায্য পাওয়া যাচ্ছে না। ম্যাচের ফলাফল যদি আপনি নিজেদের পক্ষে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই হোম অ্যাডভান্টেজ নিতে হবে। আমরা তা করতে পারছি না। "

প্রচন্ড গরমের কারণে পিচ থেকে সাহায্য না পেলেও চেষ্টার কমতি ছিলোনা পাকিস্তানি বোলারদের। জানালেন নাসিম শাহ, "দেখুন আমার মনে হয় বোলাররা চেষ্টা করে গেছে। আমি অনেক দিন পর খেলতে নেমেছি। ফলে শুরুর দিকে ছন্দ পেতে আমার কিছুটা সময় লেগেছে। পিচে আসলে এই মৌসুমে অনেক গরম থাকে। যে ধরনের সাহায্য আমরা বোলিং ইউনিট হিসেবে পিচ থেকে আশা করেছিলাম সেরকম সাহায্য আমরা পাইনি। নিজেদের জায়গা থেকে আমরা আমাদের সেরা চেষ্টাটাই করে গিয়েছি। "।

ম্যাচ শুরুর দুদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছিলো পাকিস্তান। একাদশে ছিলেন ৪ পেসার। তবে পেস বোলার দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার সিন্ধান্ত সঠিক ছিলোনা বলে নাসিম বলেন, "আসলে আমার মনে হয়, আমাদের চিন্তাধারায় ছিল এই পিচে পেসাররা অনেক সাহায্য পাবে। আমরা যা আশা করেছিলাম সেরকম আচরণ করছে না পিচ। যখন আপনি ৪ জন পেসার খেলাচ্ছেন অবশ্যই আমরা চিন্তা থাকবে যে আপনি পেস দিয়ে আক্রমণ করবেন। পিচ ফেটেছে কিনা আমি নিশ্চিত নই। ঘাস আছে পিচে, নিচে কিছুটা শুষ্ক আছে। বল করলে খুব একটা সাহায্য পাওয়া যাচ্ছে না। "

রাওয়ালপিন্ডির পিচে পাকিস্তানের জন্য কোনো হোম এডভান্টেজ ছিলোনা দাবী নাসিমের। হোম এডভান্টেজের ব্যাপারে আরো চিন্তা করে পিচ বানানো দরকার বলে নাসিম শাহ বলেন, 

"আসলে আমার হাতে তো নেই। তবে আমি বলব হোম অ্যাডভান্টেজ নিতে হলে চিন্তা করতে হবে আমরা কেমন পিচ বানাতে চাই। যদি সবুজ উইকেট বানিয়ে পেসারদের সাহায্য না করা যায়, তাহলে স্পিনারদের সাহায্যের জন্য বানানো যেতে পারে। যেটাই করা হোক না কেন। টেস্ট ক্রিকেট এখন অনেক এগিয়ে গেছে। লোকে এত গরমের মধ্যে টেস্ট ক্রিকেট উপভোগ করতে আসে। তাদের উপভোগ করতে দিতে হবে। ফলে কিছু না কিছু তো দিতে হবে। উপভোগ করার জন্য কিছু না কিছু করতে হবে। আমার হাতে তো এটা নেই, তবে আমার মনে হয় আমাদের চিন্তা করতে হবে হোম অ্যাডভান্টেজ আমরা কীভাবে নেব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three