Image

পাকিস্তানকে হতাশ করে শ্রীলঙ্কাকে ফাইনালে তুললেন চামারি আতাপাত্তু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানকে হতাশ করে শ্রীলঙ্কাকে ফাইনালে তুললেন চামারি আতাপাত্তু

পাকিস্তানকে হতাশ করে শ্রীলঙ্কাকে ফাইনালে তুললেন চামারি আতাপাত্তু

পাকিস্তানকে হতাশ করে শ্রীলঙ্কাকে ফাইনালে তুললেন চামারি আতাপাত্তু

নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে শেষ ওভারে গড়ানো নাটকীয় ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে পৌছে গিয়েছে  শ্রীলঙ্কা। ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং বেছে নেয় শ্রীলঙ্কা। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান। জবাবে শেষ ওভারে ১ বল হাতে ৭ উইকেট হারিয়ে ৩ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তানের দুই ওপেনার গুল  ফিরোজা ও মুনিবা আলি। ওপেনিং জুটিতে তারা সংগ্রহ করে ৬১ রান। ২৪ বলে ২৫ রান করে প্রাবধানির বলে নিলাক্সি ডি সিলভার হাতে গুল ফিরোজা ক্যাচ তুলে দিলে ভাঙে এই জুটি। স্কোরকার্ডে আর মাত্র ৩ রান যোগ করতেই আউট হয়ে যান আরেক ওপেনার মুনিবা আলি। তিনি করেন ৩৪ বলে ৩৭ রান।

কাভিসা দিলহারির বলে ১০ রান করে  প্যাভিলিয়নে ফিরে যান আমিন। পাকিস্তানের অধিনায়ক নিদা দার ২ টি চার ও ১ টি ছক্কার মারে করেন ১৭ বলে ২৩ রান। শেষ দিকে ৩১ বলে ৪১ রানের জুটি গড়েন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। পাকিস্তানের ঝুলিতে আসে ১৪০ রান। আলিয়া ও ফাতিমা অপরাজিত থাকেন যথাক্রমে ১৬ ও ২৩ রানে।

শ্রীলঙ্কার হয়ে ২ টি করে উইকেট শিকার করেন প্রাবধানি ও কাভিসা দিলহারি।

১৪১ রান তাড়া করতে নেমে শূন্য রানে ফিরে যান ভিসমি গুনারত্নে। অন্যেপ্রান্তে সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন আরেক ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তু। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ৩৫ রান।

সাদিয়া ইকবালের বলে ১৭ রান করে ফিরে যান কাভিসা দিলহারি। ২ বল পরে আবারো সাদিয়া ইকবালের শিকার হন নিলাক্সি ডি সিলভা। ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও চামারি আতাপাত্তুর দারুণ ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। 

৯ টি চার ও ১ টি ছক্কা মেরে ৪৮ বলে ৬৩ রান করে  সাদিয়া ইকবালের বলে চামারি আতাপাত্তু আউট হলে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। হাসিনি পেরার ৩ রান করে রান আউট হলে ম্যাচ ঝুঁকে যায় পাকিস্তানের দিকে। শেষ দিকে সুগান্দিকা কুমারির দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ শেষ ওভারে গেলেও ১ বল হাতে রেখে রান তাড়া করে ফেলে শ্রীলঙ্কার মেয়েরা।

পাকিস্তানের হয়ে ৪ টি উইকেট নেন সাদিয়া ইকবাল। ১ টি করে উইকেট নেন নিদা দার ও ওমাইমা সোহাল।  ৬৩ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three