Image

১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সাকিব ফিরলেন পাঁচে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সাকিব ফিরলেন পাঁচে

১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সাকিব ফিরলেন পাঁচে

১ নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সাকিব ফিরলেন পাঁচে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বীরত্বের পর শীর্ষ টি-টোয়েন্টি অলরাউন্ডারের মুকুট পেলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে বড় অবদান রাখেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের শীর্ষস্থান হার্দিকের। বিশ্বকাপ জিতেই ১ নম্বর অলরাউন্ডার পান্ডিয়া। অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাকিব আল হাসান এখন সেরা পাঁচে।

শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার অতিমানবীয় পারফর্ম্যান্স তাকে সর্বশেষ আইসিসি মেন্স টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং আপডেটে এক নম্বর অলরাউন্ডারে পরিণত করেছে। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে হার্দিক এখন টপে, তবে সমান পয়েন্টে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গার অবস্থান দুইয়ে। হার্দিককে আইসিসি এক নম্বরে রেখেছে। 

এবারের বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া ডাউন অর্ডারে ব্যাট করতে নেমে রীতিমতো ক্যামিও দেখিয়েছেন এবং দলের প্রয়োজনে বল হাতেও সাফল্য এনে দিয়েছেন। ১৫০-এর বেশি ব্যাটিং স্ট্রাইক-রেটে ১৪৪ রানে টুর্নামেন্ট শেষ করেন এবং বোলিংয়ে নেন মোট ১১ উইকেট। যদিও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরম্যান্স ফাইনালে এসেছিল। 

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে মার্কাস স্টয়নিস, সিকান্দার রাজা, সাকিব আল হাসান এবং লিয়াম লিভিংস্টোন এক ধাপ করে উপরে উঠে এসেছেন। তবে চার ধাপ পিছিয়ে মোহাম্মদ নবী শীর্ষ পাঁচের বাইরে চলে গেছেন। সাকিব আল হাসান ২০৬ রেটিং নিয়ে টপ ফাইভে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three