বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যত কীর্তি গড়েছেন শরফুদ্দৌলা সৈকত
-
1
পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন
-
2
সুপার ওভারের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন সৌম্য সরকার
-
3
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
4
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
5
পুরনো স্মৃতির ছোঁয়ায় জিম্বাবুয়ের আফগান জয়
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যত কীর্তি গড়েছেন শরফুদ্দৌলা সৈকত
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যত কীর্তি গড়েছেন শরফুদ্দৌলা সৈকত
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী খেলায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার এই ম্যাচে নেমেই শরফুদ্দৌলা ছুঁয়েছেন ফিফটির এক অন্যরকম মাইলফলক। আম্পায়ারিংয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টিতে মোট ৫০ বার তিনি অনফিল্ডে থেকেছেন।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসাবে ৫০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার দায়িত্ব সামলেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ১০০ টি ম্যাচ (বর্তমান সংখ্যা ১২৩) পরিচালনা করারও কীর্তিও আছে তার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ উদ্বোধনী ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক ইতিহাসও গড়েন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে তিনিই প্রথম কোনো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী।
এর আগে চলতি বছরের মার্চে এমিরেটস আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এখন পর্যন্ত পুরুষদের ১০ টি টেস্ট ম্যাচ, ৬৩ টি ওয়ানডে এবং ৫০ টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে কাজ করেছেন। একই সঙ্গে মেয়েদের ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ভারত ও পাকিস্তানের ম্যাচেও বাংলাদেশি সৈকতের উপস্থিতি থাকবে। তবে অনফিল্ডের বদলে ফোর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সেদিন। ভারত ও পাকিস্তানের আরও ভিন্ন দুটি ম্যাচে অবশ্য ম্যাচ পরিচালনায় থাকবেন তিনি। ১৫ জুন ফ্লোরিডায় কানাডার বিপক্ষে ভারতের ম্যাচে সৈকত মাঠে থেকেই দায়িত্ব সামলাবেন। আর পরদিন একই মাঠে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে তার ভূমিকা হবে টিভি আম্পায়ারের।
সবমিলিয়ে চারটি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের কাজ পেয়েছেন সৈকত। আর দুই ম্যাচে পালন করবেন টিভি আম্পায়ারের দায়িত্ব। আরও দুটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হয়ে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন তিনি।
