Image

আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

আগস্ট মাসের সেরা দুই লঙ্কান ক্রিকেটার

২০২৪ সালের আগস্টে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ, সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে। এবং মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দেশের হারশিথা মাদাভি। এই অর্জন দুজনের জন্যই প্রথমবার।

আজ সোমবার পৃথক বিবৃতিতে আগস্ট মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। একই মাসে পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দেশের ক্রিকেটার। এর আগে জুনে এই কীর্তিতে নাম লেখান জাসপ্রীত বুমরাহ ও স্মৃতি মান্দানা। 

শ্রীলংকার তরুণ স্পিনার ডুনিথ ওয়েল্লালাগে ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে দারুণ ভূমিকা। এবার পেলেন আইসিসির পুরষ্কার। ভারত সিরিজে ব্যাট হাতে ১০৮ রান এবং সাত উইকেট নিয়ে ওয়েল্লালাগে মাসসেরা ক্রিকেটারের পুরষ্কার জিতলেন। 

টপ অর্ডার ব্যাটার হারশিথা মাদাভি আইরিশ জুটি ওর্লা প্রেন্ডারগাস্ট ও গ্যাবি লুইসকে পেছনে ফেলে আগস্ট মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এটি ২০২৪ সালে লঙ্কানদের জন্য তৃতীয় নারী পুরস্কার, মে এবং জুলাই মাসে আথাপাথু হয়েছিলেন মাসসেরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three