আইপিএলে ৫ ভারতীয় ক্রিকেটারকে রিটেইন করল মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলে ৫ ভারতীয় ক্রিকেটারকে রিটেইন করল মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলে ৫ ভারতীয় ক্রিকেটারকে রিটেইন করল মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ আইপিএলকে সামনে রেখে ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে।
রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সুরিয়াকুমার যাদব, জাসপ্রীত বুমরাহ ও তিলক ভার্মাকে রিটেইন করেছে তাঁরা। কোন ওভারসিজ ক্রিকেটারকে ধরে রাখেনি মুম্বাইয়ের দলটি।
জাসপ্রীত বুমরাহকে ধরে রাখতে সবচেয়ে বেশি ১৮ কোটি রুপি খরচ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। সমান ১৬.৩৫ কোটি রুপি খরচ হয়েছে সুরিয়াকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াকে নিতে। ১৬.৩০ কোটি রুপিতে তাঁরা রিটেইন করেছে রোহিত শর্মাকে। তিলক ভার্মাকে ধরে রাখতে খরচ করেছে ৮ কোটি রুপি।
২০২৫ আইপিএলেও হার্দিক পান্ডিয়া থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। রিটেনশনে অবশ্য বেশি দাম পেয়েছেন জাসপ্রীত বুমরাহ।
রিটেনশনে ৭৫ কোটি রুপি খরচ করা মুম্বাই ইন্ডিয়ান্সের পার্সে অবশিষ্ট আছে ৪৫ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ১ টি।
গেলবার এমআই শিবিরে থাকা ইশান কিশান, টিম ডেভিডদের রিটেইন করেনি মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্সের রিটেইন করা ক্রিকেটার-
জাসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সুরিয়াকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক ভার্মা (৮ কোটি)।