আধিনায়ক শান্ততে মুগ্ধ সাকিব, আশা ফিরবেন ব্যাট হাতেও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আধিনায়ক শান্ততে মুগ্ধ সাকিব, আশা ফিরবেন ব্যাট হাতেও

আধিনায়ক শান্ততে মুগ্ধ সাকিব, আশা ফিরবেন ব্যাট হাতেও

আধিনায়ক শান্ততে মুগ্ধ সাকিব, আশা ফিরবেন ব্যাট হাতেও

যুক্তরাষ্ট্রে এসে তাঁদের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হার (২-১), প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে পাত্তা না পাওয়া- টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় ভালো যায়নি বাংলাদেশ দলের। তবে মূল মঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতে টাইগাররা। 

নেপালের বিপক্ষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে টাইগাররা ডি গ্রুপ থেকে সুপার এইটের অন্যতম দাবিদার। দল ভালো করলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান নেই। 

শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ৭, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ বলে ১৪ রান করার পর নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ বলে ১ রান করেন শান্ত। 

একদিকে অধিনায়ক হিসাবে দলকে সাফল্য এনে দিচ্ছেন, অন্যদিকে ব্যাট হাতে রান খরা। দুই দিক কেমনভাবে দেখছে শান্তর অধীনে খেলা তাঁর সতীর্থরা? সংবাদ সম্মেলনে এসে শান্তর ব্যাটে রান না থাকা ও অধিনায়কত্ব দুই ইস্যুতেই কথা বলেন দলের পেসার তানজিম হাসান সাকিব। 

তিনি বলেন, 'শান্ত ভাই খুব পরিশ্রম করছে প্র্যাকটিসে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুব কঠোর পরিশ্রমী মানুষ, আমি মনে করি জাতীয় দলের কয়েকজন পরিশ্রমীর মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ। উনি আপ্রাণ চেষ্টা করছেন নিজেকে ব্যাক করার জন্য।' 

'অধিনায়ক হিসে উনি খুব ডিটারমাইন্ড ও সাপোর্টিভ। আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি, আমরাও প্রশংসা করি। সবাইকে খুব আগলে রাখেন, গুছিয়ে রাখেন- মাঠ ও মাঠের বাইরে। এটা খুব ভালো দিক আমি বলব।'