বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান

সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে ইনিংসের শুরুটা বাংলাদেশ করেছিল দারুণভাবে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ১২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পারে কেবল ৮৩। আর তাতেই টাইগাররা ছিটকে যায় সেমিফাইনালের দৌড় থেকে। এরপর ম্যাচ জেতাই কঠিন হয়ে পড়ে, শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ হারে ৮ রানে। সেমিফাইনালে আফগানিস্তান। 

৪১ বলে পঞ্চাশ ছোঁয়া লিটন দাস বাংলাদেশকে এদিন টেনেছেন ইনিংসের প্রথম বল থেকে। শুরুতে ইতিবাচক ও আগ্রাসী হয়ে লিটন খেলেন, লক্ষ্য বানান সেমিফাইনাল। যেই সেমির স্বপ্ন শেষ, লিটন দলের জয় নিশ্চিত করতে দেখেশুনে ব্যাট চালান। লিটন এক প্রান্তে ৫৪ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ অলআউট হয়ে যায় ১০৫ রানে।

সেমিফাইনালে যেতে... ১২.১ ওভারের মধ্যে জিততে হত বাংলাদেশকে। লিটন দাসের ৪, ৬ এর দাপটে প্রথম ওভারে এসেছে ১৩ রান। এমন ইতিবাচক শুরুর পরও বিপর্যয়। আরও একবার শূন্যতে বিদায় নিলেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ ৪ ইনিংসে এটি তামিমের তৃতীয় ডাক। ফজলহক ফারুকির ইনসুইংয়ে লেগ বিফোর হন, রিভিউ নিয়েও বাঁচাতে পারেননি উইকেট। 

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করে গেছেন ৫। সাকিব আল হাসান গোল্ডেন ডাক। প্রথম ওভারে ১৩ হজম করা নাভিন উল হক নিজের দ্বিতীয় ওভার করতে এসে জোড়া উইকেট দখলে নেন কেবল ৬ রান খরচায়। হ্যাটট্রিক বলটা কোনোমতে ঠেকিয়েছেন সৌম্য। ৯ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এরপর স্বস্তি এনে দেয় সৌম্যর হাঁকানো ওভার মিডউইকেট দিয়ে আসা বাউন্ডারি। 

৪৬ রান তুলে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ। যেই রাশিদ খান অ্যাকশনে এলেন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ১০ রানে থাকা সৌম্য। তাওহীদ হৃদয়ের একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি। ২ বাউন্ডারিতে তার রান ৯ বলে ১৪। ইনিংসের ১০ তম ওভারে বাংলাদেশের সেমির স্বপ্ন মাটিতে মিলে যায় রিয়াদের ৫ ডটে। 

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলে ১১৫ রান। সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্য ১২.৫ ওভারে এই রান টপকালেও চলত বাংলাদেশকে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ১২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পারে কেবল ৮৩। 

এরপর পরাজয় ঠেকাতে লিটন দাস খেলতে থাকে ধীরস্থির হয়ে।